ISL: ডার্বি ম্যাচের দিনক্ষণ ঠিক হয়ে গেল

ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League-ISL) ২০২২-২৩ মরসুমের ক্রীড়াসূচি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL। প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল মুখোমুখি…

Indian Super League 2022-23 season schedule

ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League-ISL) ২০২২-২৩ মরসুমের ক্রীড়াসূচি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL। প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি’র। এই ম্যাচ হবে কোচিতে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

প্রকাশিত সূচী অনুসারে কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর হল ISL’র প্রথম লেগের ডার্বি ম্যাচ হবে ২৯ অক্টোবর এবং দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ ২৫ ফেব্রুয়ারি, ম্যাচ ভেন্যু কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। সন্ধ্যে ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে।

বৃহস্পতিবার, ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL) যে ক্রীড়াসূচি প্রকাশ করেছে তাতে উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন ISL ফরম্যাটে পরিবর্তন করা হয়েছে।

এ বার নক আউট পর্বে মোট সাতটি ম্যাচ হবে। চারটি সেমিফাইনাল ও একটি ফাইনালের সঙ্গে দু’টি এলিমিনেটরও যুক্ত হচ্ছে। প্রথম এলিমিনেটরে লিগ টেবলের তিন ও ছয় নম্বর দল মুখোমুখি হবে। দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে চার ও পাঁচ নম্বরে থাকা দল। প্রথম সেমিফাইনালে এক নম্বর দল ও দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে এবং দ্বিতীয় সেমিফাইনালে দুই নম্বর দল ও প্রথম এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে। দুই সেমিফাইনালই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ লিগ টেবলে ছয় নম্বরে থাকা দলের সামনেও এ বার থেকে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। এর ফলে এ বার লিগে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১১৭।