TET Scam: ৫৩১ নম্বর কমিয়েছিল পর্ষদ! চাকরি হয়নি, স্তম্ভিত বিচারপতি

১ নম্বর কম নয় একেবারে ৫৩১ নম্বর কেটে নেওয়ার অভিযোগে (TET Scam)  বিদ্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অভিযোগে মামলার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়…

১ নম্বর কম নয় একেবারে ৫৩১ নম্বর কেটে নেওয়ার অভিযোগে (TET Scam)  বিদ্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অভিযোগে মামলার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্তম্ভিত। মামলাকারী নির্মল দাসের অভিযোগ বিবেচনা করার নির্দেশ দিলেন বিচারপতি।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। একের পর এক নেতাদের নাম জড়াচ্ছে ক্রমাগত। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চুড়ান্ত অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগ, বেআইনিভাবে চাকরি প্রার্থীর ৫৩১ নম্বর কমিয়েছে পর্ষদ।

অভিযোগ, ২০১৪ সালের পর ২০২০ সালে যে নিয়োগ হওয়ার কথা ছিল সেই নিয়োগে নির্মল দাসের প্রাপ্ত নম্বর ছিল ১৩১৭। কিন্তু পর্ষদের তরফে ওয়েব সাইটে কম নম্বর দেওয়া হয়েছে। এটা ১ অথবা দুই নম্বর নয়। নম্বর কমেছে ৫৩১ নম্বর। যার জেরে ওই চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মামলাকারীকে ডেকে নম্বর বিবেচনা করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য পর্ষদের সেক্রেটারির ওপর দায়িত্ব দিয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর। ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। অপসারিত হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। নিয়োগে দুড়ান্ত দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন অনেকেই। তদন্তে নেমছে ইডি ও সিবিআই। এবার নতুন করে অভিযোগ ওঠায় তোলপাড় শুরু হয়েছে।