Weather: নেই বৃষ্টির পূর্বাভাস, তীব্র তাপদাহে পুড়বে বাংলা

আবহাওয়ার কোনও তেমন পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।…

আবহাওয়ার কোনও তেমন পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বাড়বে। যার জেরে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে হবে বৃষ্টি। সেখানে বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত-এর সৃষ্টি হয়েছে, আর তার প্রভাবেই কয়েকদিন ধরে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বলে খবর।

এদিকে ডালটনগঞ্জ সহ উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে। রাজ্যে জারি হয়েছে অ্যালার্ট।

ডালটনগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম ঝাড়খন্ডের গড়ওয়াতেও গত দুই দিন ধরে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গড়ওয়ার দিনের পড়া স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি ছিল। ভারতীয় আবহাওয়া বিভাগ জানাচ্ছে, একাধিক জায়গায় চরম তাপপ্রবাহ জারি থাকবে।