Jerry Lalrinzuala: ওডিশায় সই করেই ‘বিস্ফোরক’ লাল-হলুদের প্রাক্তন তারকা

অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতবারের সুপার কাপ জয়ী ফুটবল দল ওডিশা এফসিতে সই করেছেন ভারতীয় তারকা জেরি লালরিনজুয়ালা (Jerry Lalrinzuala)।

East Bengal extended the contract with two more footballers

অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতবারের সুপার কাপ জয়ী ফুটবল দল ওডিশা এফসিতে সই করেছেন ভারতীয় তারকা জেরি লালরিনজুয়ালা (Jerry Lalrinzuala)। গতকাল মঙ্গলবার রাত থেকে এই নিয়েই ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে ওডিশা সমর্থকদের মধ্যে। শেষ ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার। মাঠে নেমে একাধিকবার নিজের জাত চিনিয়েছেন তিনি।

এমনকি দলের তৎকালীন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের স্কোয়াডে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে ও উঠে এসেছিলেন এই লেফট ব্যাক।কিন্তু মরশুম শেষ হতে আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি ক্লাব। তাই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে সার্জিও লোবেরার দলে নাম লেখালেন বছর চব্বিশের এই ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় চমক। গত কয়েকদিন আগেই বেঙ্গালুরু এফসি থেকে রয়কৃষ্ণাকে ছিনিয়ে নিয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সর্বত্র। এবার ও সেই একই ধারা বজায় রাখল ম্যানেজমেন্ট।

যার অর্থ হল, এবার সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওডিশা দলের দায়িত্ব সামলাবেন এই ফুটবলার। একটা সময় এই স্প্যানিশ কোচের হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। তবে শেষ মরশুমে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও আগত ফুটবল মরশুমের জন্য এবার তাকেই ভরসা করেছে ম্যানেজমেন্ট।

বলাবাহুল্য, এই কোচের আসার পর থেকেই একেবারে ভোল পাল্টাতে শুরু করে দিয়েছে গোটা দলের। শেষ মরশুমের আইএসএলে খুব একটা সফল না হলেও সুপার কাপে চূড়ান্ত সাফল্য পায় দল। তবে লোবেরা জামানা শুরু হতেই সেই দল থেকে কাঁট ছাঁট হয়েছে একাধিক ফুটবলার। যদিও তাদের মধ্যে নন্দকুমার শেখর আর সাউল ক্রেসপো আগেই যোগ দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। তবে এই স্প্যানিশ কোচের আগমনে তার কাছে ফিরে আসতে শুরু করেন পুরোনো ছাত্ররা।

তবে এবার এই নতুন দলের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট উৎসাহী এই তারকা ফুটবলার। তিনি বলেন, ভবিষ্যতে এই ক্লাবের এগোনোর পরিকল্পনা আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে। এমন দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। আমার পছন্দের বহু তারকা ফুটবলার এই দলে এবার রয়েছে। তাদের সাথে দলের হয়ে লড়াই করতে নামার জন্য আমি প্রস্তুত।