ভারতের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত (Pramod Bhagat) ডোপ করতে গিয়ে ধরা পড়েছেন। সেকারণে তাঁকে আগামী ১৮ মাস নির্বাসিত করা হয়েছে। এই নির্বাসনের কারণে তিনি ২০২৪ প্যারিস প্য়ারালিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন না। টিম ইন্ডিয়ার কাছে এটা যে একটা বিশাল ধাক্কা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। কারণ, টোকিও প্যারালিম্পিকে সোনার পদক জয় করেছিলেন প্রমোদ। তবে এবার তিনি বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন।
‘ভিলেন’ ডাক্তার? ভিনেশ বিতর্কে এবার চাঞ্চল্যকর মোড়
নিজের ঠিকানা জানাতে পারেননি প্রমোদ ভগত
সম্প্রতি BWF-এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্ব ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একথা নিশ্চিত করা হয়েছে যে ২০২০ টোকিও প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। উনি আর প্যারিস প্যারালিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন না। সেখানে আরও যোগ করা হয়েছে, ২০২৪ সালের ১ মার্চ CAS-এর ডোপ বিরোধী শাখা প্রমোদকে দোষী বলে উল্লেখ করে। গত একবছরের মধ্যে তিনি তিনবার নিজের ঠিকানা বলতে পারেননি।
খারিজ হয়েছে CAS-য়ে আপিল
কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের পক্ষ থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছিল, তার বিরুদ্ধে আপিল করেছিলেন ৩৬ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট প্রমোদ ভগত। কিন্তু, ইতিমধ্যেই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ জুলাই প্রমোদ ভগতের আবেদন CAS খারিজ করে দিয়েছে। ইতিমধ্যেই প্রমোদের নির্বাসনের মেয়াদ শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্বাসন লাগু থাকবে।
সাত পাকে বাঁধা পড়ছেন মনু-নীরজ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
প্রসঙ্গত, প্রমোদ ভগত বিহারে জন্মগ্রহণ করেন। গত বছর ফেব্রুয়ারি মাসে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করে চিনের লিন ডেনের সমকক্ষ হয়ে যান তিনি। ভারতীয় প্যারা ব্যাডমিন্টন দলের প্রধান কোচ গৌরব খান্না বললেন যে এই ঘটনাটি অত্যন্ত দূর্ভাগ্যজনক। এবারের প্যারিলিম্পিক টুর্নামেন্টে প্রমোদের থেকে পদকের আশা করা হয়েছিল। তবে ও একজন লড়াকু অ্যাথলিট। আমার আশা, ও আবার জোরদার কামব্যাক করতে পারবে।