Tuesday, October 14, 2025
HomeSports Newsপদক জিততেই মালামাল, কত টাকা ট্যাক্স দিলেন ভারতীয় অলিম্পিয়ানরা? জেনে নিন

পদক জিততেই মালামাল, কত টাকা ট্যাক্স দিলেন ভারতীয় অলিম্পিয়ানরা? জেনে নিন

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক। এবারের টুর্নামেন্টে টিম ইন্ডিয়া একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। একমাত্র নীরজ চোপড়াই ভারতীয় অ্যাথলিটদের মধ্যে রুপোর পদক জয় করতে পেরেছেন। তবে মনু ভাকর, সরবজ্যোৎ সিং, স্বপ্নীল কুশালে, আমন সেহরাওয়াত ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভারতীয় হকি দলও এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করে ১৪০ কোটি দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছেন। আর দেশে ফিরতে না ফিরতেই এই অ্যাথলিটদের আর্থিক পুরস্কারে কার্যত মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্পপতিরা গাড়ি-বাড়ি অনেককিছুই দিচ্ছেন। আর আর্থিক পুরস্কারের প্রসঙ্গ উঠলেই করের ব্যাপারটাও সামনে চলে আসে।

Advertisements

সরকারের পুরস্কার
একটি সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ফ্রান্সের যে অ্যাথলিটরা সোনার পদক জয় করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের ৮০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া রুপোজয়ীদের জন্য ৪০ হাজার এবং ব্রোঞ্জজয়ীদের জন্য ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু, পাশাপাশি ট্যাক্সও কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় অ্যাথলিটদের অবস্থা কিছুটা হলেও ভালো জায়গায় রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় অ্যাথলিটরা যে আর্থিক পুরস্কার পান, সেটা একেবারেই করমুক্ত হয়ে থাকে।

Advertisements

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের পক্ষ থেকে ২০১৪ সালে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অলিম্পিক, কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে যে অ্যাথলিটরা পদক জয় করবেন, তাঁরা আয়কর আইনের ১০ নম্বর ধারা (১৭এ) অনুসারে করের আওতার বাইরে থাকবেন।

প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিকে মনু ভাকর জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন। এরমধ্যে মিক্সড ইভেন্টে তিনি সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ জয় করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁরা দুজনে যথাক্রমে ৩০ লাখ এবং ২২.৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। তবে কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের পুরস্কার প্রকল্পের আওতায় এই মূল্য একেবারে করমুক্ত হবে। পাশাপাশি ভারতীয় হকি দলকে পঞ্জাব এবং ওডিশা সরকার যে আর্থিক পুরস্কার দিয়েছে, সেটাও ট্যাক্স ফ্রি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনও পর্যন্ত দেশের অ্যাথলিটদের এই সুবিধা প্রদান করতে পারেনি। ওই দেশের অ্যাথলিটরা যে আর্থিক পুরস্কার গ্রহণ করেন, তার উপরে সরকারকে একটা কর দিতেই হয়।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments