East Bengal: দল ডুবলেও লাল-হলুদ খেলোয়াড়কে সুখবর দিলেন ভারতীয় কোচ

ভারতীয় দলে কারা উপস্থিত থাকবেন? তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimach)৷ মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেজে লাইভ প্রশ্নোত্তর পর্ব সারেন তিনি৷ সেখানেই ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য ভালো খবর শোনালেন তিনি।

Indian Football Team Coach Igor Stimac

১৮ মার্চ আইএসএলের ফাইনাল। এরই মধ্যে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তাই ভারতীয় দলে কারা উপস্থিত থাকবেন? তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন কোচ ইগর স্টিম্যাচ (Igor Stimach)৷ মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেজে লাইভ প্রশ্নোত্তর পর্ব সারেন তিনি৷ সেখানেই ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য ভালো খবর শোনালেন তিনি।

আরও পড়ুন: Enrique Esqueda: সমর্থকদের আবেদনে ইস্টবেঙ্গলে ফিরছেন মেক্সিকান তারকা

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

১৪ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবিরে নামবে ভারতীয় দল৷ সেখানে অনেক খেলোয়াড়রা অনুপস্থিত থাকতে পারেন৷ আবার প্রীতি ম্যাচে অনেককে নাও পেতে পারেন কোচ৷ তবে ইস্টবেঙ্গলের খারাপ ফর্ম গেলেও ভারতীয় হেড কোচের নজর পড়েছে নাওরেম মহেশ সিংয়ের দিকে। এছাড়াও তাঁর নজরে রয়েছে বেঙ্গালুরু এফসির শিবাশক্তি৷

আরও পড়ুন: ATK Mohun Bagan: ডার্বির আগে ইস্টবেঙ্গল সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহন-তারকা পেত্রাতোস

চলতি সপ্তাহের শুরুতেই মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে হেরে অবসাদে লাল হলুদ শিবির৷ সুপার কাপে দলের ফল কী একই হবে? কোচ স্টিফেন কনস্টান্টাটাইনকে নিয়ে দলের অন্দরে এবং বাইরে আলোচনা চলছে বিস্তর৷ এর মধ্যে ইস্টবেঙ্গলের জন্য এই খবর সুখকর বলেই মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের

ভারতীয় ফুটবলের আসন্ন ভবিষ্যতের পারফরম্যান্সের দিকে নজর দিতে চান ইগর৷ তাই ডিসেম্বর থেকেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন তিনি। যদি মরশুমের বাইরে হয়, তাহলে ছয় সপ্তাহের শিবির আয়োজন করতে চান স্টিম্যাচ। আর মরশুমের মাঝে হলে চার সপ্তাহের শিবির করবে ভারতীয় দল।