Women’s T20 World Cup: আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত-কন্যার দল

Women’s T20 World Cup) জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল শেফালি-স্মৃতিরা।

India women's cricket team

অনুর্ধ্ব ১৮ এর পর এবার বিশ্বকাপ (Women’s T20 World Cup) জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল শেফালি-স্মৃতিরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্মৃতির ইনিংস সহায় হল উইমেন ইন ব্লুজদের জন্য।

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চমক দিতে শুরু করেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্দানা। কিন্তু ৯ ওভারের মাথায় লোরা ডেলানির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান শেফালি। এরপরেই হারমান প্রিত কৌর এবং রিচা ঘোষের উইকেট খুইয়ে বসে ভারত। কিন্তু পিচে একা টিকে থেকে চমক দিলেন স্মৃতি। ৮৭ রানের ঝোড়ো ইনিংস সহায় হয় ভারতের৷ ৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভারবাউন্ডারির সঙ্গে নিয়ে ৫৬ বলে রান সংগ্রহ করে ভারত৷ ২০ ওভারে ১৫৫ রান সংগ্রহ করে ভারত।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ ওভার ২ বলে ৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড৷ কিন্তু ২ টি উইকেট খুইয়ে ফেলে তাঁরা৷ গ্যাবি লুইসের ২৫ বলে ৩২ রান ছিল আয়ারল্যান্ড খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক রান। কিন্তু বৃষ্টি সহায় হয় ভারতের জন্য। পরে বৃষ্টি না থামায় ডিএলএস পদ্ধতি লাগু করা হয়। সেই নিয়ম মোতাবেক জয় পেল ভারত। একইসঙ্গে সেমিফাইনালে টিকিট পাকা করল তাঁরা।

এদিন ম্যাচের সেরা হিসেবে নির্বাচিত হন স্মৃতি মান্দানা। তবে এদিন ম্যাচে রান পাওয়ার পর নিজেদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। সেমিফাইনালের আগে এই স্কোর আগামী দিনে অনেকটা সাহায্য করবে৷ এমনটাই জানান স্মৃতি। প্রথম দিকে একটু হকচকিয়ে গেলেও ম্যাচের হাল ধরেন তিনি৷ আগামী দিনে আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এমনিটাই জানাচ্ছেন মান্দানা।