India U-23: মালয়েশিয়ার কাছে আটকে গেল ভারতীয় ফুটবল দল

আবার হতাশা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া এবং ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল (India U-23) দল। নির্ধারিত সময়ের শেষে ২-১গোলের ব্যবধানে…

Indian football team stuck by Malaysia

আবার হতাশা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া এবং ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল (India U-23) দল। নির্ধারিত সময়ের শেষে ২-১গোলের ব্যবধানে সেই প্রদর্শনী ম্যাচ জিতে নিল মালয়েশিয়া। যা নিয়ে কিছুটা হলেও হতাশা রয়েছে ভারতীয় সমর্থকদের মধ্যে। এই ম্যাচে ভারতের হয়ে একটি মাত্র গোল করেন চিঙ্গাম এস সিং।

অন্যদিকে, মালয়েশিয়া ফুটবল দলের হয়ে গোল করেন যথাক্রমে সারভানন এবং মহম্মদ আলিফ। বলাবাহুল্য, প্রথমার্ধের শেষেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল আলিফের দল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তুল্য মূল্য লড়াই করে দলের ব্যবধান কমান চিঙ্গাম।

   

কিন্তু তাতেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে পরাজিত হতে হল ব্লু-টাইগার্সদের। উল্লেখ্য, মাসের শুরু থেকেই যথেষ্ট চাপ বাড়াচ্ছিল প্রতিপক্ষ ফুটবল দল। প্রথমদিকে তাদের আটকানো সম্ভব হলেও শেষ পর্যন্ত তা আর বজায় থাকেনি তেত্রিশ মিনিটের মাথায় গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন সারভানন। তারপর থেকে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেই ফুটবল দল।

জবাবে ভারতীয় ফুটবলাররা আক্রমণ শানালেও তা থেকে প্রথমেই গোলের মুখ খোলা সম্ভব হয়নি। বরং প্রতিপক্ষ দলের পাল্টা আক্রমণের সুযোগ নিয়ে ব্যবধান বাড়িয়ে যায় মহাম্মদ আলিফ।

দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় ভারতের তরফ থেকে ব্যবধান কমানোর পর থেকেই চাপে চলে আসে মালয়েশিয়া। সেই সময় যথেষ্ট রক্ষণাত্মক হয়ে ওঠে তাদের দলের ফুটবলাররা। যার দরুন গোলের মুখ খোলা আর সম্ভব হয়নি।