Moscow Attack: রক্তাক্ত রুশ রাজধানী মস্কো, কনসার্ট হলে গুলিবিদ্ধ একাধিক নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে (Moscow Attack)।  রাশিয়ার সংবাদ  সংস্থা তাস জানাচ্ছে গুলিবিদ্ধ নিহত কমপক্ষে দশ। ভয়াবহ পরিস্থিতি। বিবিসি জানাচ্ছে…

Moscow Attack

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে (Moscow Attack)।  রাশিয়ার সংবাদ  সংস্থা তাস জানাচ্ছে গুলিবিদ্ধ নিহত কমপক্ষে দশ। ভয়াবহ পরিস্থিতি।

বিবিসি জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার ফুটেজে বন্দুকধারীকে কনসার্ট হলের ভিতরে দেখানো হয়েছে।  কিছু লোক এখনও ভিতরে রয়েছে। তাস নিউজ জানাচ্ছে, কনসার্ট ভেন্যুটির এক তৃতীয়াংশে আগুন লেগেছে এবং ছাদ প্রায় সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

রাশিয়ার বিদেশমন্ত্রক মুখপাত্র মারিয়া জাখারোভা এই ঘটনার নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।  মস্কোয় হামলা “একটি ভয়ানক অপরাধ” বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, গুলি চালানোর ছবি “ভয়ংকর এবং দেখা কঠিন”।

তাস জানাচ্ছে, কনসার্ট হলে একটি বিস্ফোরণ এবং আগুনের খবর পাওয়া গেছে।  রক্তাক্ত পরিস্থিতি। এই ঘটনা ঘটল প্রেসিডেন্ট পদে পুতিনের ফের ক্ষমতায় বসার কয়েক ঘণ্টার মধ্যে।

রাশিয়ার বিভিন্ন সংবাদসংস্থা জানাতে,  মস্কোর কাছে একটি কনসার্ট হলে যুদ্ধের ইউনিফর্ম পরিহিত বন্দুকধারীরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়। সিসিটিভি ফুটেজে হামলার ছবি ধরা পড়েছে।

রুশ সংবাদ মাধ্যমে আরআইএ নভোস্তি জানিয়েছে, ছদ্মবেশে তিন বন্দুকধারী মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বিশাল কনসার্ট হল ক্রোকাস সিটি হলে গুলি চালায়।