Asian Cup Football: এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জ, ভারতের মুখোমুখি জাপান

এফসি এশিয়ান কাপে (Asian Cup Football) শুরুতেই বড়সড় পরীক্ষার মুখে ভারতীয় দল। এবার গ্রুপের ম্যাচের জাপানের মুখোমুখি হতে হবে তাদের।

Indian Football team players in blue jerseys, gearing up for the Asian Cup tournament.

এফসি এশিয়ান কাপে (Asian Cup Football) শুরুতেই বড়সড় পরীক্ষার মুখে ভারতীয় দল। এবার গ্রুপের ম্যাচের জাপানের মুখোমুখি হতে হবে তাদের। যারা গতবারের চ্যাম্পিয়ন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। লটারি পদ্ধতি অবলম্বন করে আজ অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের সূচি প্রকাশ করে এফসি।

যেখানে মোট ১৬টি দলের এই কাপ টুর্নামেন্টে গ্রুপ ‘ডি’ তে রয়েছে ভারত। তাদের সাথেই রয়েছে জাপান, ভিয়েতনাম, ও উজবেকিস্তান। এক কথায় বলতে গেলে, গ্রুপ অফ ডেথ এ ভারত। যা দেখে এখন থেকেই চিন্তা দেখা দিয়েছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি কাটিয়ে গত তিন বছর পর আয়োজিত হতে চলেছে এই আন্তঃমহাদেশীয় যুব ফুটবল কাপ টুর্নামেন্ট। এবার আয়োজক দেশ থাইল্যান্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৫ জুলাই থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। যা শেষ হবে ২রা জুলাই। তবে গ্রুপ পর্ব নিয়ে যথেষ্ট চিন্তায় সকলে। শুধুমাত্র জাপান ই নয়। শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ভিয়েতনাম ও উজবেকিস্তান। গত ২০০০ ও ২০০২ সালে এই টুর্নামেন্টের চতুর্থ স্থানে শেষ করেছিল এই দুই দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত শেষ আটের গন্ডি পেরোতে পেরেছিল মাত্র দুইবার। তাই লড়াই যে মোটে ও সহজ হবে না, তা বলাই চলে।

অন্যদিকে, আয়োজক দেশ হিসেবে সহজেই নিজেদের স্থান করে নিয়েছে থাইল্যান্ড। গ্রুপ ‘এ’ তে থেকে তাদের লড়াই চালাতে হবে লাওস, ইয়েমেন ও মালেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে কোরিয়া ও আফগানিস্তানের মতো দেশগুলোর সঙ্গে লড়াই চালাবে এবারের বিশ্বকাপ আয়োজক কাতার।