অনবদ্য পারফরম্যান্স করেও এল না জয়। গোলশূন্য থাকল ম্যাচের ফলাফল। নির্ধারিত সূচি অনুযায়ী দামাক স্টেডিয়ামে প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা (World Cup Qualifiers) অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হলনা কারুর পক্ষেই। উভয় দলের তরফ থেকেই গোল করার সুবর্ণ সুযোগ এলেও তা আদতে ফিনিশ করা হয়নি।
যা নিয়ে কিছুটা হলেও হতাশ দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। আগামী ২৬ শে মার্চ আফগানিস্তানের বিপক্ষে ফের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। যেটি আয়োজিত হবে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। এই ম্যাচে জয় পেলে পরবর্তীতে অনেকটাই সুবিধা হবে সুনীল ছেত্রীদের।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় ছিল ভারতীয় দলের ফুটবলাররা। প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ও বজায় ছিল সেটি। ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় আকাশ মিশ্রার ক্রস থেকে গোল করার সুযোগ চলে এসেছিল ইগর স্টিমাচের ছেলেদের কাছে। কিন্তু পরবর্তীতে তা কাজে লাগাতে পারেননি বিক্রম প্রতাপ সিং। নাহলে অনায়াসেই এক গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ভারত। তবে সেখানেই শেষ নয় এরপর খেলা যত এগিয়েছে ততই চাপ বাড়ানোর চেষ্টা করেছে ভারতীয় ফুটবলাররা। এমন পরিস্থিতিতেই ফাউল করে বসেন দীপক টাংড়ি।
পরবর্তীতে আকাশ মিশ্রা এবং বিক্রম প্রতাপ সিংয়ের মতো ফুটবলারদের বসিয়ে বাগান অধিনায়ক শুভাশিস বসু ও ব্রান্ডন ফার্নান্ডেজকে আনেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু তাও প্রতিপক্ষের রক্ষনভাগ ভেঙে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের নামিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করা হলেও কাজের কাজ সেরকম কিছুই হয়নি।