IND vs SA: উইকেটে থাকছে ঘাস, সেঞ্চুরিয়নের উইকেট হতে পারে পেস বোলারদের জন্য আদর্শ

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ (IND vs SA Test)। প্রথম ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। যার জন্য দুই…

IND vs SA Test Match

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ (IND vs SA Test)। প্রথম ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। যার জন্য দুই দলই এখন তীব্র প্রস্তুতি নিচ্ছে। সেঞ্চুরিয়নে অনুশীলন করতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত নেটে সবাই প্রচুর ঘাম ঝরিয়েছেন।

আরও পড়ুন: IND vs SA: আচমকা ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার এক ক্রিকেটার 

এখন দুই দলের চোখ সেঞ্চুরিয়নের পিচের দিকে, এরপর দুই দলই তাদের প্রথম একাদশ নির্ধারণ করবে। আশা করা হচ্ছে, প্রথম ম্যাচে আরও বেশি করে ফাস্ট বোলারদের খেলানোর দিকেই দুই দলের মনোযোগ থাকবে। সেঞ্চুরিয়নের পিচ ব্যাটসম্যানদের জন্য আরও কার্যকরী বলে মনে করা হয়। তবে এবার বোলাররা আরও বেশি সুবিধা পেতে পারেন বলে তথ্য প্রকাশ্যে আসছে। টেস্ট ম্যাচের প্রথম তিন দিনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকলেও পরের দুই দিন পিচে ঘাস থাকার কারণে স্পিন বোলাররা বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:০IND vs SA: ১৯৯২ সাল থেকে এখনও দগদগে ক্ষত, ভারতের সামনে এবার বড় চ্যালেঞ্জ  

এখন আশা করা হচ্ছে, প্রথম টেস্টে চার ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে পারে ভারতীয় দল। অন্যদিকে, টিম ইন্ডিয়ার দুই দুর্দান্ত স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাও রয়েছেন। রোহিত শর্মা যদি প্রথম একাদশে চার জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামেন, তাহলে তাকে এই দুই স্পিন বোলারের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ২০১৮ সালে সেঞ্চুরিয়নের মাঠে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই সময় বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছিল টিম ইন্ডিয়া।

এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৫৩ রান করেন বিরাট। এ ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান তেমন বিশেষ কিছু করতে পারেননি। তবে এই ম্যাচে হারের মুখে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। এখন রোহিত শর্মার অধিনায়কত্বে এই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে টিম ইন্ডিয়া।