IND vs SA | প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত (Team India)। তার আগের দিনই বড়সড় ধাক্কা খেল রাহুল দ্রাবিড়ের দল। বুধবার অনুশীলনে চোট পেয়ে…

Team India cricketers Lokesh Rahul and Kuldeep Yadav

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত (Team India)। তার আগের দিনই বড়সড় ধাক্কা খেল রাহুল দ্রাবিড়ের দল। বুধবার অনুশীলনে চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার দুই নির্ভরযোগ্য ক্রিকেটার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিন আচমকাই জানা যায়, চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না দলের অধিনায়ক লোকেশ রাহুল (Lokesh Rahul) এবং চায়নাম্যাচ বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এমনিতেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের মতো সিনিয়র ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রাম দিয়েছে বোর্ড। রোহিতের অবর্তমানে নেতৃত্বের গুরুদায়িত্ব ছিল রাহুলের কাঁধে। কিন্তু ম্যাচের আগের দিন তিনি ছিটকে যাওয়ায় দলের পরিকল্পনাতেও বদল আসতে বাধ্য। রাহুলের পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। তাঁর ডেপুটি হিসাবে কাজ করবেন হার্দিক পান্ডিয়া।

অধিনায়কত্বের পাশাপাশি ওপেনার হিসাবে দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুল। কিন্তু পরিবর্তিত পরিকল্পনায় ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াডকে। সদ্য সমাপ্ত আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না রুতুরাজ। তাই সমর্থকদের মনে জমছে আশঙ্কার কালো মেঘ। এদিকে, চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রাক্তন নাইট স্পিনার কুলদীপ। সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আইপিএলে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিলেন। এই দুই তারকার অভাব ঢাকাই প্রোটিয়াদের বিরুদ্ধে প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের।