IND vs BAN: বৃষ্টিই ভারতের জন্য বিপদের কারণ, ১৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ

অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) ম্যাচে হঠাৎ নামল বৃষ্টি। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগৃহিত রান সংখ্যা ৬৬। ৭ ওভারে নাজিমুল হাসান শান্ত ও লিটন দাসের…

IND vs BAN

অ্যাডিলেডে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) ম্যাচে হঠাৎ নামল বৃষ্টি। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগৃহিত রান সংখ্যা ৬৬। ৭ ওভারে নাজিমুল হাসান শান্ত ও লিটন দাসের জুটি নজর কেড়েছে ক্রিকেট মহলের। তবে লড়াই বাংলাদেশের জন্য এতটা সহজ নয়। কারণ ৭৮ বলে ১১৯ রান করতে হবে। যা বাংলাদেশের জন্য মোটেই সহ নয়।

Advertisements

এদিন প্রথম ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান সংগ্রহ করেছে ভারত। এদিন কেএল রাহুল এবং বিরাট কোহলির দুর্ধর্ষ ব্যাটিং ভারতের কাজ অনেকটা সহজ করে দিয়েছে। ৩২ বলে ৫০ রান করেছেন কেএল রাহুল। অন্যদিকে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশের হয়ে অনবদ্য ব্যাটিং করছেন লিটন দাস। তিনি ২৬ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন। এখনও পর্যন্ত মেরেছেন সাতটি চার এবং তিনটি ছয়। ভারতের কোনও বোলারকেই রেয়াত করছেন না তিনি।

বাংলাদেশের এই জুটিকে আগামী কয়েক ওভারের মধ্যে পরাস্ত করতে না পারলে আগামী সমস্যা ভারতের জন্য বিপদ আসতে চলেছে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।তবে অ্যাডিলেডের আবহাওয়া যা, তাতে আগামী সময়ে বাংলাদেশের জন্য বিপদ বাড়তে চলেছে।