iLeague: চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে লড়াই করতে আরব সাগরতীরে মহামেডান

আইলিগে (iLeague) চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য শনিবার গোয়াতে পৌছে গিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব।রবিবার মহামেডান থেকে একটি টুইট ভিডিও আপলোড করা হয়েছে। Advertisements ওই…

Mohammedan SC team

আইলিগে (iLeague) চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য শনিবার গোয়াতে পৌছে গিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব।রবিবার মহামেডান থেকে একটি টুইট ভিডিও আপলোড করা হয়েছে।

Advertisements

ওই টুইট ভিডিওতে দেখা গিয়েছে গোটা সাদা কালো শিবির শনিবার, হায়দরাবাদ থেকে বিকেলের বিমানে চেপে গোয়ার মাটিতে পা রেখেছে। মঙ্গলবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে ব্ল্যাক প্যাহ্নর্সরা। তাই রবিবার চুটিয়ে প্র‍্যাকট্রিস সেরে নিয়েছে মার্কাস জোসেফের নেতৃত্বতে থাকা মহামেডান খেলোয়াড়রা।

Advertisements

প্রসঙ্গত,আইলিগে জয়ের ধারাবাহিকতার অভাবে ধুঁকছে মহামেডান এসসি।লিগের শুরুর দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখার পর ঘরের মাঠে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয় পাওয়া সাদা কালো শিবির, নিজেদের গত ম্যাচে শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে ৪-৩ গোলে হেরেছে।ঘরের বাইরে খেলতে নেমে ছন্দ ধরে রাখতে পারছে না ব্ল্যাক প্যাহ্নর্সরা। এরই খেসারৎ দিতে হচ্ছে আইলিগে হেরে গিয়ে মহামেডান স্পোটিং ক্লাবকে।