আর মাত্র বেশ কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup 2024) আসর। এবছর সর্বমোট দশটি দেশ অংশগ্রহণ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। যাঁর মধ্যে স্কটল্যান্ডের মহিলা দল সরাসরি অংশগ্রহণ করে ইতিমধ্যেই চমক দিয়েছে সমগ্র বিশ্বকে। এবার বিশ্বকাপের আসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে চমক দেখাতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। মূলত নেতিবাচক কন্টেন্ট বা নারীবিদ্বেষী কোনো মন্তব্যকে চিহ্নিত করার কাজই করবে এই এ আই (AI) সফটওয়্যারটি। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি গো বাবল কে এই ‘বিশেষ’ কাজের দায়িত্ব দিয়েছে আইসিসি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ট্রোলিং এর শিকার হচ্ছেন মহিলারা। বিশেষত তাঁদের শরীর নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বিভিন্নভাবে। বেশ কিছুদিন আগে মহিলাদের দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সিরিজে হারের পর অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে ঘিরে বেশ কিছু অশালীন ভিডিও পোস্ট করা হয়েছিল সমাজমাধ্যমে। তাই এইসব ক্ষেত্রে মহিলাদের বিশ্বকাপে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। আজ সকালে তাঁরা এক সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করেন। সেখানে বলা হয়েছে, ‘অত্যাধুনিক প্রযুক্তিটি নেতিবাচক বিষয়বস্তু যেমন ঘৃণা ছড়ানো বক্তব্য, হয়রানি এবং নারীবিদ্বেষী মন্তব্য চিহ্নিত করবে এবং সেগুলো আড়াল করবে,যা ভক্তদের বিশ্বকাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আরও নিরাপদ হবে এবং আরও স্বাগত জানাতে সহায়তা করবে।
The International Cricket Council (#ICC) has introduced a social media moderation tool at the #Women‘s #T20WorldCup to “protect the cricket community from toxic content” and create a safer and inclusive online environment for players and fans.https://t.co/FUnUZJsLDU pic.twitter.com/sMo6Kp7ClR
— Deccan Herald (@DeccanHerald) October 3, 2024
বিষয়টির ব্যাপারে মানুষের কাছে আরও স্পষ্ট করতে এদিন আইসিসি ডিজিটাল বিভাগের প্রধান ফিন ব্রাডশ বলেছেন, ‘আমরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সব অংশগ্রহণকারী এবং ভক্তদের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনেক খেলোয়াড় এবং দল আমাদের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে, যা দেখে ভালো লাগছে।’
আইসিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী মহিলা ক্রিকেটাররাও। এদিন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের উইকেটকিপার সিনালো জাফতা বলেছেন, ‘আমার মনে হয় সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা খেলোয়াড়দের অনেক চাপ কমিয়ে দেবে। কোনো ম্যাচে হারা কিংবা জেতার পর যখন আপনি ফোন খুলে দেখবেন, আপনি যে পক্ষেরই হোন না কেন,আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা হলে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।’
ICC Test Rankings: ফের বদলে গেল পয়েন্ট টেবিল, না খেলেও লাভবান হলেন রোহিত
প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কিছুদিন আগে মহিলাদের ক্রিকেট বেশ কিছু পরির্বতন আনে আইসিসি। এর মধ্যে পুরুষদের সমান প্রাইজমানি ও স্মার্ট রিপ্লে পদ্ধতির ব্যবহার করা শুরু করে তাঁরা। এরপর বিশ্বকাপের আসরে (Women’s T20 World Cup 2024) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ করে আবারও শিরোনামে উঠল ক্রিকেট নিয়ামক এই সংস্থা। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে এই বিশ্বকাপের আসর। আজ থেকে (৩রা অক্টোবর) আগামী ২০ শে অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।