টানা তিন ম্যাচে হেরে, হারের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ যেই হোক না কেন, লাল-হলুদ শিবিরের খাতায় যোগ হয়নি এক পয়েন্টও। এর মধ্যে দিন কয়েক আগে ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। ফলে মরশুম শুরু থেকেই পিছিয়ে পড়েছে মশাল বাহিনী।
যদিও আগামী ৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে জামসেদপুর এফসির মুখোমুখি হবে মাদি তালালরা। এই ম্যাচে অনিশ্চিত দলের প্রধান স্ট্রাইকার দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। তবে জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে দলের নতুন কোচ কে, এই প্রসঙ্গে মুখ খুললেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তা দেবব্রত সরকার।
এফসি গোয়ার বিরুদ্ধে মরশুমের প্রথম ঘরের মাঠে ম্যাচ হারায় প্রশ্ন উঠেছিল কোচের ভূমিকা নিয়ে। তেমনি সমর্থকদের নিশানায় ছিল বেশ ফুটবলার। তাঁদের ফর্ম নিয়েও প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, “প্লেয়াররা বুঝতে পেরেছে যে তাঁরা কী হারিয়েছে। পেশাদার প্লেয়ারদের নিজেদের দায়িত্বে পেশাদারিত্ব আনতে হয়। অফিশিয়াল বা কোচ তাঁদের বাইরের থেকে একটা সাপোর্ট দিতে পারে। তার বাইরে কিছু করতে পারে না।”
Read More শনিবার ফুটবলের মহারণ, নজর যুবভারতী থেকে ইতিহাদ স্টেডিয়াম
আগামী দিনে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচের ভূমিকায় কাকে দেখতে পাওয়া যাবে এই নিয়ে প্রশ্ন করা হলে দেবব্রত সরকারের এই বিষয়ে জানান, “হেড কোচ হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। কারা এসব বলছে জানি না। কুয়াদ্রাত নিজে ছেড়ে চলে গিয়েছেন। এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা এটার জন্য তৈরি ছিলাম না। আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে। আশা করছি, খুব তাড়াতাড়ি করে নেব।”