উইকেট নিয়ে বাংলাদেশী বোলারের অঙ্গভঙ্গি দেখে শাস্তি দিতে বাধ্য হল ICC

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল। তবে এই ম্যাচে ছিল বিতর্ক। ভারতীয় দলের…

Maruf Mridha

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল। তবে এই ম্যাচে ছিল বিতর্ক। ভারতীয় দলের ব্যাটসম্যানকে আউট করার পর এমন উদযাপন করেছিলেন বাংলাদেশের এক বোলার, যে তাকে বকাঝকা করতে বাধ্য হন আম্পায়ার। এবার আইসিসিও (ICC) এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। আইসিসি এই বোলারকে শৃঙ্খলাভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করেছে।

অভিযুক্ত এই বোলারের নাম মারুফ মৃদা। আইসিসি তাদের কোড অব কন্ডাক্টের লেভেল ১-এর ২.৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছে। আইসিসি একটি বিবৃতি জারি করে এই বিষয়ে অবহিত করেছে। আইসিসি জানিয়েছে, মারুফের নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হবে। এবারই প্রথম মারুফ এমন কাণ্ড ঘটিয়েছেন, তাই তার ওপর কোনো শাস্তি আরোপ করা হয়নি।

ভারতীয় ইনিংসের ৪৪তম ওভারে প্রথম বলেই আরাভেলি অবিনাশের উইকেট তুলে নেন মারুফ। মারুফের বলে অবিনাশ বড় শট খেলার চেষ্টা করলেও ডিপ মিডউইকেট বাউন্ডারিতে ধরা পড়েন। এর পরে, মারুফ আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছিলেন এবং জোরে হাত নেড়ে অবিনাশকে প্যাভিলিয়নের দিকে যেতে ইঙ্গিত করেছিলেন। অবিনাশ তার পাশ দিয়ে গেলে মারুফ তাকে কিছু একটা বলল। এরপরই আম্পায়ার হস্তক্ষেপ করে মারুফকে তিরস্কার করেন।

অন-ফিল্ড আম্পায়ার ডোনোভান কোচ, নাইজেল ডুগুইড, থার্ড আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার ল্যাংটন রুসেরে অভিযুক্ত খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ আরোপ করেন। এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ খেলোয়াড় পেনাল্টি ও একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। ভারতের হয়ে আদর্শ সিং ৭৬ ও অধিনায়ক উদয় শরণ ৯৪ বলে ৬৪ রান করেন। এই ম্যাচে ৮ উইকেট হারিয়ে পাঁচ উইকেট নেন মারুফ। ৪৫.৫ ওভারে ১৬৭ রান তোলে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে মহম্মদ জেমস ৭৭ বলে ৫৪ রান করেন। ৪১ রান করেন আরিফুল ইসলাম।