ICC Cricket World Cup: ঝুলনের ২৫০তম উইকেটের দিনে জিতল না ভারত

মহিলাদের ক্রিকেট ইতিহাসে মাইল ফলক স্থাপন করলেন ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে নিলেন ২৫০ টি উইকেট। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC Cricket World Cup) মঞ্চে এই…

মহিলাদের ক্রিকেট ইতিহাসে মাইল ফলক স্থাপন করলেন ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে নিলেন ২৫০ টি উইকেট। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC Cricket World Cup) মঞ্চে এই সাফল্য অর্জন করেছেন তিনি। তবে তাঁর এই কৃতিত্বের দিনে জিতল না ভারত (IND vs ENG)।

এদিন বে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো করেনি টিম ইন্ডিয়া। ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ছাড়া (৫৮ বলে ৩৫ রান) টপ ব্যাটিং অর্ডারের কেউই ইংল্যান্ডের বিরুদ্ধে দাগ কাটতে পারেননি। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষ হওয়ার আগেই সমাপ্ত হয় ভারতের ইনিংস। ৩৬.২ ওভারে ১৩৪ রান তুলতে পেরেছিল টিম ইন্ডিয়া। 

   

বরং বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিল ভারতের মহিলা ব্রিগেড। ৪ রানের মাথায় দু’টি উইকেট তুলে নিয়েছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) এবং মেঘনা সিং। টেমসিম বেমন্ট ঝুলনের ২৫০তম ওডিআই উইকেট। ৩৫০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৫০ উইকেট বঙ্গ তনয়ার নামের পাশে। 

Advertisements

ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অধিনায়ক হিথার নাইট অপরাজিত রইলেন ৫৩ রানে। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ন্যায় স্কিভার (৪৬ বলে ৪৫ রান)। ৩১.২ ওভারে ভারতের বিরুদ্ধে জয় তুলে নেয় ইংল্যান্ড।

ICC Cricket World Cup
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের ফলাফল।

চলতি বিশ্বকাপে চারটি ম্যাচের মধ্যে ভারত পরাজিত দুটি ম্যাচে। জয় বাকি দুটি ম্যাচে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রতিযোগিতায় ইংল্যান্ড এই প্রথম জয় পেল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News