Ukraine War: সেটিং যুদ্ধ নাকি! শেষের দিনক্ষণ ঘোষণা করলেন ইউক্রেনের মন্ত্রী

কুড়ি দিন পেরিয়ে গেছে। বিশাল রুশ সেনা এখনও ইউক্রেনের রাজধানীতে ঢোকেনি। (Ukraine War) বিশাল রুশ সেনা ও ট্যাংক বহর চলেছে এমন ছবি আসছে বারবার। তবুও…

Russia-Ukraine

কুড়ি দিন পেরিয়ে গেছে। বিশাল রুশ সেনা এখনও ইউক্রেনের রাজধানীতে ঢোকেনি। (Ukraine War) বিশাল রুশ সেনা ও ট্যাংক বহর চলেছে এমন ছবি আসছে বারবার। তবুও কিয়েভ শহর ‘মুক্ত’। এই শহরেই ন্যাটো সদস্যের তিন দেশ পোল্যান্ড, শ্লোভেনিয়া ও প্রধানমন্ত্রীরা সফর করলেন। আবার রুশ সেনার গোলা হামলা চলছে কিয়েভে।

এত সব পরিস্থিতির মধ্যে বারবার প্রশ্ন, রুশ সেনা বহর কেন এত দেরি করছে? ইউক্রেনের সেনা প্রতিরোধ করলেও তারা রাশিয়ার কাছে ‘নগন্য’, কেন এত সময় নিচ্ছে মস্কো ? রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স কেউই সরাসরি মুখোমুখি হচ্ছেনা। পুরো ইউক্রেন যুদ্ধ নিয়েই প্রশ্ন। তবে রাশিয়ার দাবি সব পরিকল্পনা মাফিক চলছে। কৌশল সঠিক।

এটিতে মাঝে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ জানালেন আগামী মে মাস নাগাদ যুদ্ধের অবসান দেখতে পাচ্ছেন। কারণ তার ধারণা, ওই পর্যন্তই প্রতিবেশী রাশিয়ার যুদ্ধরসদ টিকবে।

রয়টার্স জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করছে রাশিয়ার সামরিক রসদ ক্রমে শেষের দিকে। এই বার্তার পরেই ইউক্রেন সরকার জানায়, যুদ্ধে টিকে থাকলে জয় হবেই। প্রেসিডেন্ট জেলেনস্কি জানাচ্ছেন জয় হবেই ইউক্রেনের।

ইউক্রেন সরকারের উপদেষ্টা জানান, এই যুদ্ধের সময়সীমা নির্ভর করছে ক্রেমলিন অভিযান চালিয়ে যেতে কী পরিমাণ সম্পদ বরাদ্দ করতে চায়, তার ওপর। ওলেকসি আরেস্তোভিচ বলেন, ‘আমার ধারণা, মে মাসের আগে এটা থামবে না, মে মাসের প্রথমার্ধ পর্যন্ত। আমাদের একটা শান্তি চুক্তি হওয়া উচিত, হয়তো আরও আগেই তা করা উচিত। দেখা যাক ,সামনে কী ঘটে।

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি পথের মুখে আছি। হয়তো আমরা দ্রুতই একটি শান্তি চুক্তি দেখতে পারি, হয়তো এক থেকে দুই সপ্তাহের মধ্যে, সেনা প্রত্যাহার সহ সবকিছুই। অথবা আবার একটা সুযোগ আছে যে সবকিছুই একই সময়ে নষ্টও হতে পারে।