‘তখন দেখবো পাকিস্তান ছেড়ে কে IPL খেলতে যায়’: PCB

পাকিস্তান সুপার লিগ একেবারেই খুশি করতে পারছে না রামিজ রাজাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ চাইছেন লিগের আর্থিক দিকটা আরও বাড়াতে। তবেই পাকিস্তানের টি২০ লিগ…

পাকিস্তান সুপার লিগ একেবারেই খুশি করতে পারছে না রামিজ রাজাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ চাইছেন লিগের আর্থিক দিকটা আরও বাড়াতে। তবেই পাকিস্তানের টি২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) কাছাকাছি আসতে পারবে বলে তিনি মনে করছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান রামিজ রাজা (Ramiz Raja) বক্তা হিসেবে স্পষ্ট। তাঁর যুক্তি, কুড়ি বিশের টুর্নামেন্ট আসলে টাকার খেলা। অর্থের পরিমাণ বাড়ালেই বাড়বে জৌলুস। ক্রিকেটাররা খেলার জন্য উৎসাহ পাবেন। ধীরে ধীরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমকক্ষ হয়ে উঠতে পারবে পাকিস্তান সুপার লিগ, মনে করেন রামিজ। 

‘ আমাদের নতুন সম্পদ গড়ে তুলতে হবে। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ এবং আইসিসির ফান্ড ছাড়া আমাদের হাতে প্রায় কিছুই নেই। গত বছর থেকে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর থেকে নিলাম পদ্ধতিতে লিগ করাতে চাইছি।’ বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।

‘ পুরোটাই টাকার খেলা। লিগে টাকার অংক বাড়লে আমাদের সম্মানও বৃদ্ধি পাবে। যদি আমরা নিলাম প্রক্রিয়া শুরু করতে পারি এবং পুঁজি বাড়াতে পারি তাহলে আইপিএলকে ছুঁতে পারবো। তখন দেখবো কে পাকিস্তান সুপার লিগ ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যায়।’