I League -এর ক্লাবে সম্ভবত দ্রোগবার দেশের ফুটবলার

আই লীগের (I League) আসন্ন মরসুম হতে চলেছে বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। হাইপ্রোফাইল ফুটবলার মানেই ইন্ডিয়ান সুপার লীগের দলে, এই ভাবনা ঘুচতে চলেছে এবারের মরসুমে। ই

ibrahim sissoko

আই লীগের (I League) আসন্ন মরসুম হতে চলেছে বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। হাইপ্রোফাইল ফুটবলার মানেই ইন্ডিয়ান সুপার লীগের দলে, এই ভাবনা ঘুচতে চলেছে এবারের মরসুমে। ইতিমধ্যে ভালো মানের একাধিক বিদেশি ফুটবলার আই লীগের কিছু ক্লাবে নিশ্চিত হয়েছেন। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হয়তো পাওয়া যাবে আরও কিছু বড় দল বদলের খবর।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী আই লীগের ক্লাব Sreenidi Decan আইভরি কোস্টের এক ফুটবলারকে দলে নিতে চলেছে বলে জানা গিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত বলে শোনা যাচ্ছে। আইভরি কোস্টের যুব দলের হয়েও কিছু ম্যাচে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। খেলেন মূলত উইঙ্গার হিসেবে।

কথা হচ্ছে Ibrahim Sissoko সম্পর্কে। ৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন বিশ্বের বিভিন্ন ক্লাবে। যার মধ্যে বেশ কিছু ক্লাবের নাম ফুটবল প্রেমীদের খুবই চেনা। যেমন – VfL Wolfsburg, Panathinaikos F.C., Deportivo de La Coruña, ইত্যাদি। পেশাদার ফুটবলার হিসেবে বিশ্বের একাধিক নামকরা ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম। মাঝ মাঠ থেকে বল নিয়ে যেমন আক্রমণ তৈরি করতে পারেন, তেমনই রয়েছে তার গোল করার দক্ষতা।

২০১২ সালের জানুয়ারিতে পর্তুগিজ প্রিমিয়ার লিগার অ্যাকাডেমিকা ডি কোইমব্রা থেকে জার্মান ক্লাব ভিএফএল ওল্ফসবার্গে ১.৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে যোগ দিয়েছিলেন সিসোকো।পরে ওল্ফসবার্গের ম্যানেজার ফেলিক্স মাগাথ জানিয়েছিলেন, সিসোকোকে ওল্ফসবার্গে প্রথম দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়নি। ২০১২ সালের জুলাইয়ে তাকে শীর্ষ ক্লাবে কিছু ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করানোর জন্য এক বছরের জন্য গ্রীক দল পানাথিনাইকোসে লোনে পাঠানো হয়েছিল।