Mohun Bagan: কোন অঙ্কে এবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যাবে সবুজ-মেরুন

গত সিজনে দাপুটে পারফরম্যান্স করার পর এবারের শুরুটা ও যথেষ্ট ভালো থেকেছে মোহনবাগানের (Mohun Bagan)।

Mohun Bagan Clinches Victory

গত সিজনে দাপুটে পারফরম্যান্স করার পর এবারের শুরুটা ও যথেষ্ট ভালো থেকেছে মোহনবাগানের (Mohun Bagan)। এবারের এই ১৩২ তম ডুরান্ড কাপের (Durand Cup 2023) প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে খুশি আপামর বাগান জনতা। তারপর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে ও সহজ জয় তুলে নিয়েছে বাগান শিবির।

যারফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান সহজেই ধরে নিয়েছিল সবুজ-মেরুন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে হেরে যাওয়ার দরুণ কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে দল। উল্লেখিত এই ম্যাচে ড্র করলে অতি সহজেই ডুরান্ডের পরবর্তী রাউন্ডে চলে যেত মোহনবাগান। তবে বর্তমানে তাদের ভাগ্য নির্ধারণ করবে টুর্নামেন্টের অন্যান্য দলগুলি।

   

যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কোন অঙ্কের মাধ্যমে এবারের ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে যেতে পারে বাগান শিবির। এক্ষেত্রে মাঠে নেমে মেরিনার্সদের লড়াই করার কোনো সুযোগ না থাকলেও আজকে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব ম্যাচের দিকে নজর থাকবে সকলের। এই ম্যাচ যদি ইস্টবেঙ্গল হেরে যায় কিংবা ড্র করে তাহলে অনায়াসেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে চলে যাবে মোহনবাগান সুপারজায়ান্টস।এছাড়াও যদি আজকের ম্যাচ জিতে যায় ইস্টবেঙ্গল, তাহলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থেকে লড়াই চালাতে হবে ফেরেন্দোর ছেলেদের।

এক্ষেত্রে ও আর মাঠে নেমে কিছু করার থাকবে না তাদের। সবটাই নির্ভর করবে টুর্নামেন্টের অন্যান্য দলগুলির উপর। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে দ্বিতীয় সেরা হিসেবে ওঠার লড়াইয়ে থাকবে সবুজ-মেরুন ব্রিগেড। সেক্ষেত্রে চিন্তা বাড়বে বাগান কোচ সহ দলের সমর্থকদের।