Sunil Chhetri: সুনীল ছেত্রীকে টপকে গেলেন আইলিগের এই ফুটবলার

দেশীয় ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে ও অন্যতম একটি নাম সুনীল ছেত্রী (Sunil Chhetri)।  উল্লেখ্য, জাতীয় দলের তরফে এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপ খেলা সম্ভব না…

Lalrinzuala Lalbiaknia can breake Sunil Chhetri I league record

দেশীয় ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে ও অন্যতম একটি নাম সুনীল ছেত্রী (Sunil Chhetri)।  উল্লেখ্য, জাতীয় দলের তরফে এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপ খেলা সম্ভব না হলেও গোল পার্থক্যের নিরিখে রোনাল্ডো-মেসির সাথে প্রথম সারিতেই আসেন এই ভারতীয় তারকা।

বিশেষ করে ক্লাব ফুটবলের ক্ষেত্রে কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি জিন্দালের বেঙ্গালুরু এফসিতে ও যথেষ্ট সফল থেকেছেন এই ফুটবলার। আই লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও সেরা খেলোয়াড় থেকেছেন তিনি। কিছু মাস আগেই তার বর্তমান দল বেঙ্গালুরু এফসির জার্সিতে নয়া রেকর্ড করেছেন এই ফরোয়ার্ড। তবে আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে তার রেকর্ড এতদিন ছিল অক্ষত।

তবে এবার সেটি ভেঙে ফেললেন লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। বর্তমানে আইলিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসিতে খেলেন তিনি। চলতি মরশুমে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব সবদিক থেকেই বাকিদের থেকে এগিয়ে থাকলেও তাদের দলের ফুটবলারদের এবার টেক্কা দিল আইজল। বর্তমানে এই লিগে ১৮ ম্যাচ খেলে করে ফেলেছেন প্রায় ১৫টি গোল। যা নিঃসন্দেহে বড়সড় চমক। পূর্বে রফির পাশাপাশি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর ঝুলিতে ছিল ২৩ ম্যাচে ১৪টি গোল। এবার তাদের টপকে গেলেন এই দাপুটে ফুটবলার।

যতদূর খবর, নতুন ফুটবল মরশুমের জন্য এই দাপুটে ফুটবলারের দিকেই নাকি নজর রয়েছে আইলিগ সহ আইএসএলের বেশকিছু ফুটবল ক্লাবের। তবে এমন দাপুটে ফুটবলারকে আদৌও ছাড়ার সিদ্ধান্ত আইজল ম্যানেজমেন্ট নেবে কিনা সেটাও অনেক বড় প্রশ্ন।