ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে ভারত। এগিয়ে থেকেও আসেনি জয়। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ব্লু টাইগার্সের কাছে। একটা সময় এই ফুটবল দলকে অতি সহজেই পরাজিত করলেও এখন তাদের সাথে লড়াই করতে কার্যত হিমশিম খেতে হয় সুনীলদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের কোচ ইগর স্টিমাচের (Igor Stimac) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে আদৌ তাকে দায়িত্বে রাখা কতটা সংযত সেই নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। এমনকি ম্যাচ শেষে ভারতীয় সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছিল কোচকে।
যদিও সেই ম্যাচ শেষে কোচ বলেছিলেন, আমি এখনো বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। তবে এই ম্যাচে আমরা যা খেলেছি, তাতে কোনও ভাবেই সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। প্রয়োজন মতো দলের ফুটবলারদের বদল আনা হলে ম্যাচের মধ্যে পরিবর্তন আসে। তবে এবার সেরকম কিছুই হয়নি। এই নিয়ে কোনোভাবেই খুশি হওয়া সম্ভব নয়। তবে আসন্ন জুন মাসের ম্যাচের জন্য আমি যথেষ্ট আশাবাদী। আমরা ভালো কিছু করতে পারি। কিন্তু প্রশ্ন হল আদৌ কি এতটা সময় পাবেন তিনি?
এই নিয়েই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা জানান, বর্তমানে ইগর স্টিমাচকে দলের দায়িত্ব থেকে বাতিল করা হলে তার প্রভাব পড়তে পারে সংস্থার অন্দরে। পাশাপাশি প্রভাব আসতে পারে দলের পারফরম্যান্সে। তাছাড়া এখন এই কোচকে ছাটাই করলে বড়সড় ক্ষতিপূরণ দিতে হবে ফেডারেশনকে। সেজন্য, আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করাই যথাযথ। তবে তার আগে যদি তিনি নিজে থেকেই সরে যেতে চান তাহলে বাঁধা দেবে না এআইএফএফ। এই কোচের পরিবর্তে আদৌ কে আসেন ভারতীয় দলের দায়িত্বে এখন সেটাই দেখার।