Hyderabad FC: ‘সুপার স্টার’ মিডফিল্ড জেনারেলের নাম ঘোষণা করে দিল হায়দরাবাদ

Petteri Pennanen

ফের চমক। এবার হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। নিজামের শহরের দলে ফিনল্যান্ডের তারকা ফুটবলার।
নতুন বিদেশি ফুটবলার চূড়ান্ত করে নিল হায়দরাবাদ এফসি। রবিবার বিকেলে ফিনল্যান্ডের তারকা ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান সুপার লীগের এই ফ্র্যাঞ্চাইজি দল। বিদেশি এই ফুটবলার এর আগে ভারতের মাটিতে খেলেননি। ফিনল্যান্ডের এই খেলোয়াড়ের নাম Petteri Pennanen।

ইন্ডিয়ান সুপার লীগে ফিনল্যান্ডের কথা উঠলে সবার আগে মনে পড়ে এটিকে মোহন বাগানের হয়ে খেলা জনি কাউকোর নাম। জনি ফিনল্যান্ডের ফুটবলার। সেই দেশেরই খেলোয়াড় হায়দরাবাদ এফসির নবাগত বিদেশি Petteri Pennanen। পেতেরির সিনিয়র ফুটবল প্রোফাইল খুব এটা জমকালো না হলেও একাধিক ক্লাবে খেলেছেন সাফল্যের সঙ্গে। বিশ্বের বহু দেশের লীগে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র ফুটবলারার হিসেবে মাঠে নেমেছিলেন পেতেরি। এরপর নিজের দেশ ফিনল্যান্ডের একাধিক ক্লাবে খেলার পাশাপাশি জাভা, আমেরিকা, পোল্যান্ডের মতো দেশের ফুটবল টুর্নামেন্টে খেলেছেন চুটিয়ে।

   

Petteri Pennanen এর বয়স এখন তিরিশের কোঠায়। বছর পাঁচেক আগে ছিলেন কেরিয়ারের সেরা ফর্মে। সেই সময় একাধিক সম্মান পেয়েছিলেন তিনি। ২০১৮ সালে ছিলেন ব্যক্তিগত কেরিয়ারের শিখরে। ফিনল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন প্রতিযোগিতায় সেরা মিডফিল্ডার হওয়ার সম্মান জিতেছিলেন ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালে। ২০১৮ এবং ২০১৯ সালে ছিলেন প্রতিযোগিতার বাছাই করা সেরা দলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন