Transfer Window: কলকাতার ক্লাবে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজের বন্ধু

দল বদলের বাজারে চমক দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।  আর্জেন্টিনার ফুটবলারকে এবার তারা দলে নিয়েছে।

Alexis Gómez Mohammedan SC

Transfer Window: মার্চের শুরুর দিক থেকে জল্পনা তুঙ্গে উঠেছিল। পরে সেটায় সিলমোহর পরে। কলকাতার অন্যতম প্রধান ক্লাবে দিয়েগো মারাদোনা, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবলার চূড়ান্ত। রবিবার তিনি এসেছেন কলকাতায়। ক্লাব কর্তারা নিজে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিমানবন্দরে।

দল বদলের বাজারে চমক দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।  আর্জেন্টিনার ফুটবলারকে এবার তারা দলে নিয়েছে। সেই অ্যালেক্সি গোমেজ কলকাতায় এসে পৌঁছেছেন। ক্লাবের পক্ষ থেকে বেলাল আহমেদ খান, দিপেন্দু বিশ্বাসরা কলকাতা বিমান বন্দরে উপস্থিত ছিলেন। গোমেজ ভারতীয় ফুটবলে আগেই নিজের জাত চিনিয়েছেন। তার খেলা দেখে প্রশংসা করেছিলন শংকরলাল চক্রবর্তী। আই লীগের ক্লাব সুদেভা দিল্লির জার্সি গায়ে ফুটবল প্রেমীদের বেশ কিছু ভালো মুহূর্ত উপহার দিয়েছিলেন অ্যালেক্সি গোমেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এঞ্জো ফার্নান্দেজের বন্ধু অ্যালেক্সি।

এক মরসুম আগেও দারুণভাবে উঠে এসেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ইন্ডিয়ান সুপার লীগে খেলার ব্যাপারে মরীয়া ছিল ক্লাব। কিন্তু পরবর্তীকালে বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে টানাপোড়েনের জেরে ভাটা পড়ে উদ্যোমে। যার প্রভাব পড়েছিল দলের কোচ এবং ফুটবলার চয়নের ওপর। পরিস্থিতি আবার স্বাভাবিক করার চেষ্টায় রয়েছেন সাদা কালো শিবিরের কর্তারা। আপাতত মেহরাজউদ্দিন ওয়াডুর প্রশিক্ষণে কলকাতা ফুটবল লীগের শুরুটা মন্দ করেনি দল।

কলকাতা ফুটবল লীগ এবার বিদেশি ফুটবলার বিহীন। তাই পূর্ণ শক্তির দল পরখ করে নিতে কিছুটা সময় লাগবে মহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই ফাঁকে স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ। গতবারের আই লীগে প্রত্যাশা মতো খেলতে পারেনি কলকাতার অন্যতম এই প্রধান ক্লাব। এবার একই ভুল ত্রুটি নিশ্চই করতে চাইবে না তারা। গোমেজের মতো ফুটবলার ফর্মে থাকলে মাঝ মাঠ এবং আক্রমণ, দুই বিভাগে ধারালো দেখানো ব্ল্যাক প্যান্থারদের।