এক গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছে আন্তর্জাতিক ফুটবল। ইউরোপের পাশাপাশি ফুটবল ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশে। ফুটবলের সম্প্রসারণ অনেক আগেই অবশ্য বিশ্ব জোড়া। কিন্তু এখন সাহস করে ফিফা টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে এগিয়ে আসছে বহু দেশ। অগ্রণী ফুটবল খেলিয়ে দেশগুলোর মধ্যে এই নামগুলো পড়ে না। তবু ইউরোপের থেকে এশিয়াতেও ফুটবল সংক্রান্ত পরিকাঠামো কোনো অংশে কম নয় এশিয়া সহ মিডল ইস্টে।
ফুটবল মানচিত্রে এগিয়ে না থাকলেও যে বিরাট ফিফা প্রতিযোগিতা আয়োজন করা যায় সেটা দেখিয়ে দিয়েছে কাতার। অনেক প্রশ্নের সম্মুখীন হলেও কাতার বিশ্বকাপ সম্পন্ন করেছে সুষ্ঠুভাবে। ভারতও ইতিমধ্যে ছোটদের বিশ্বকাপ আয়োজন করেছে। ফিফা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে শোনা যাচ্ছে আরও দুটি দেশের নাম। এই দুটি দেশ আগামী দিনে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।
কাজাখস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাডলেট বারমেনকুলভ প্রস্তাব করেছেন যে কাজাখস্তান এবং উজবেকিস্তান ২০৩৪ ফিফা বিশ্বকাপ সহ-আয়োজক হওয়ার জন্য যৌথ দরপত্র জমা দিতে ইচ্ছুক। শুক্রবার উজবেকিস্তানের ফুটবল নিউজ পোর্টাল চ্যাম্পিয়ন ন্যাটএশিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
কিরগিজস্তানে অনুষ্ঠিত মধ্য এশীয় তুর্কিভাষী রাষ্ট্রীয় ফুটবল ফেডারেশনের নেতাদের এক বৈঠকে বার্মেনকুলভ এই প্রস্তাব দেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বারমেনকুলভের বক্তব্য তুলে ধরে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কাজাখস্তান ও উজবেকিস্তানের ফুটবল ফেডারেশনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। এ সময় জাতীয় দল ও ক্লাবগুলোর মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। সেই ধারা বজায় রেখে উন্নত হচ্ছে ফুটবল পরিকাঠামো।