Mohun Bagan: সবুজ-মেরুনে আসতে চলেছেন হায়দরাবাদের এই দাপুটে তারকা

চলতি মরশুমের মাঝ পথেই চোটের কবলে পড়তে হয়েছে সবুজ-মেরুন (Mohun Bagan) তারকা আনোয়ার আলীকে। গত মরশুমের অনবদ্য পারফরম্যান্সের পর দলের রক্ষনভাগকে শক্তিশালী করার লক্ষ্যে এফসি…

chinglensana singh

চলতি মরশুমের মাঝ পথেই চোটের কবলে পড়তে হয়েছে সবুজ-মেরুন (Mohun Bagan) তারকা আনোয়ার আলীকে। গত মরশুমের অনবদ্য পারফরম্যান্সের পর দলের রক্ষনভাগকে শক্তিশালী করার লক্ষ্যে এফসি গোয়া থেকে এই তারকা ফুটবলারকে দলে টানা হলেও খুব একটা ম্যাচ খেলতে পারেননি তিনি। প্রথমদিকে তার দৌলতে দল যথেষ্ট শক্তিশালী হলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে হঠাৎ করেই পায়ে চোট পান এই দাপুটে ফুটবলার। চোট এতটাই গুরুতর হয়ে ওঠে যারফলে ছিটকে যেতে হয় মরশুমের প্রথম লেগ থেকে। বর্তমানে ডিসেম্বর শেষ হয়ে নতুন বছর সম্মুখে এসে গেলেও এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি আনোয়ার। যা নিয়ে প্রবল চিন্তায় ম্যানেজমেন্ট। আসলে তার চোট পাওয়া, দলের ক্ষেত্রে যে এতটা প্রভাব ফেলবে তা হয়ত ভাবতে পারেননি কেউ।

আরও পড়ুন: Mohun Bagan: কোয়োটো সাঙ্গাতে যোগ দিলেন মার্কো টুলিও, আশাহত বাগান সমর্থকরা 

যার প্রভাব ও এসেছে একের পর এক ফুটবল ম্যাচে। হ্যামিল থেকে শুরু করে শুভাশিস বসু ও হেক্টর ইউৎসের মতো ফুটবলারদের কাঁধে মোহনবাগানের রক্ষনভাগের দায়িত্ব থাকলেও একের পর এক ফুটবল ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দলের রক্ষনভাগ। বিশেষ করে মুম্বাই সিটি এফসি ও এফসি গোয়ার বিপক্ষে ম্যাচে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে দলের ডিফেন্স। তাই এক্ষেত্রে আইএসএলের পরবর্তী লেগ শুরু হওয়ার আগে নিজেদের দলের রক্ষনভাগকে মজবুত করতে মরিয়া সবুজ-মেরুন।  সেই মর্মেই বেশকিছু ডিফেন্ডারের দিকে নজর দিতে থাকে বাগান ম্যানেজমেন্ট। যার মধ্যে দেশীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন হায়দরাবাদ দলের দাপুটে ফুটবলার চিংলেসানা সিং। উল্লেখ্য, এই ফুটবল মরশুম শুরুর আগে থেকেই এই ফুটবলারকে দলে পেতে ঝাঁপিয়েছিল ময়দানের এই প্রধান।

তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আইএসএলের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে এই তরুণ ডিফেন্ডারকে সাইন করাতে চাইছে মোহনবাগান। যাতে আনোয়ার আলীর অনুপস্থিতিতে ও দলের রক্ষনভাগে খুব একটা সমস্যা না দেখা দেয়। যতদূর খবর, আগত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মোহনবাগান দলে সাইন করতে পারেন এই দাপুটে ফুটবলার।