Hyderabad FC: দীর্ঘমেয়াদী চুক্তিতে হায়দরাবাদে যুক্ত হলেন ভারতীয় তারকা

মুম্বাই সিটি এফসি ও চেন্নাইন এফসির মতো দল। তাদের থেকে অনেকটাই দেরীতে দল গোছানোর কাজ শুরু করে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)।

Makan Chothe

আগত হিরো আইএসএল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলের সক্রিয়তা ছিল শুরু থেকেই। পরবর্তীতে আসরে নামে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।

তারপর ধীরে ধীরে মুম্বাই সিটি এফসি ও চেন্নাইন এফসির মতো দল। তাদের থেকে অনেকটাই দেরীতে দল গোছানোর কাজ শুরু করে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত ফুটবল মরশুমের আগের বছর তারা সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলেও পরবর্তীকালে বদলে যায় পরিস্থিতি। ক্লাবের আর্থিক সমস্যা দেখা দেয় প্রবলভাবে। যারফলে দলের আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইস থেকে শুরু করে একাধিক ফুটবলারদের দেখা দেয় বেতন সমস্যা।

সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য দলের একাধিক তারকা ফুটবলারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের তরফে। যাদের মধ্যে অন্যতম আকাশ মিশ্রা। নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বিরাট অঙ্কের চুক্তিতে তাকে দলে টেনেছে মুম্বাই সিটি। এমনকি বিদেশি ফুটবলারদের মধ্যে জাভিয়ের সিভেরিও টোরো ও বোরহা হেরেরার মতো ফুটবলারদের ও ট্রান্সফার ফি দিয়ে দলে টেনে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল।

এছাড়াও নতুন মরশুমের জন্য এফসি গোয়ার উদ্দেশ্যে পা রেখেছেন মানালো মার্কুইস। এক কথায় বলতে গেলে সিমীত শক্তি নিয়েই এবার দল গোছাচ্ছে হায়দরাবাদ। তার মধ্যেই এবার এক ভারতীয় তারকা ফুটবলারকে দলে টেনে বড়সড় চমক দিল এই দল।

তিনি মাকান চোটে। একটা সময় মিনার্ভা পাঞ্জাবের যুবদল থেকে সকলের নজরে এসেছিলেন এই তরুণ প্রতিভা। পরবর্তীতে মিনার্ভা পাঞ্জাবের সিনিয়র দলের হয়ে ও খেলতে দেখা গেছে এই রাইট উইঙ্গারকে। জিতেছেন আইলিগের মতো ফুটবল টুর্নামেন্ট। পরবর্তীতে ২০২০-২১ মরশুমে সাইন করেন এফসি গোয়া দলে। সেখান থেকেই প্রথমবারের মতো আইএসএল খেলা। তারপর থেকে একাধিক ক্লাবের নজরে এসেছেন বারংবার। অবশেষে এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে তাকে দলে টেনে নিল নিজামের শহর। যারফলে, আসন্ন ফুটবল মরশুমে হায়দরাবাদ দলের জার্সিতেই মাঠে নামতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে।