বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে: কুণাল ঘোষ

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের পর আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার একটি সভায় ‘সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে…

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের পর আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার একটি সভায় ‘সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে’ বলে মন্তব্য করেন কুণাল ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদ মণিপুরের হিংসা নিয়ে সভার আয়োজন করে।

তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে কুণাল ঘোষ বলেন, “’বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব। মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা। জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু প্রতি পদক্ষেপে সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে।’

হাসপাতালে কঠিন লড়ায় করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। এই আবহে ফের বিতর্কিত মন্তব্য করলেন কুণাল ঘোষ। তিনি আরও বলেন, “প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব। কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলেছিল। বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল। কয়েক প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি। অথচ ইংরেজি মাধ্যম স্কুলে সিপিএম নেতাদের ছেলেমেয়েরা পড়েছে। কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিল। বাংলা তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে গেল। ছেলেদের রক্তমাখা ভাত ছেলেদের খাওয়ানো হয়েছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় সন্ত্রাস, কৃষিজমি দখল সিপিএম করে গিয়েছে। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে।”

শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দল-নির্বির্শেষে সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুস্থতা কামনা করে টুইট করেন। তবে বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি ফেসবুক পোস্টে লেখেন,”বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।“

কুণাল ঘোষের ফেসবুক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। বুদ্ধবাবুকে নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের করা ফেসবুক পোস্টের জবাবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন স্কাউন্ড্রেল। সেলিম বলেন, “উনি পোস্ট পাচ্ছেন না বলে পোস্ট করছেন। রাজনীতিতে আনফর্চুনেটলি…আমি কোন পলিটিক্যাল কমেন্ট করতে চাইনি…কিন্তু আমি যখন থেকে দেখেছি, ছাত্র অবস্থায় আমি যখন থেকে রাজনীতি থেকে উৎসাহিত হয়েছি, পড়াশোনা করেছি, ইংরেজি ভাষায় সবসময় একটা শব্দ ঘোরাফেরা করে, পলিটিক্স সংক্রান্ত, পলিটিশিয়ান সংক্রান্ত, সেটা হচ্ছে স্কাউন্ড্রেল। কিন্তু বাংলা রাজনীতিতে বাংলা ভাষায় আমি তার সমঅর্থ খুঁজে পাইনি, উদাহরণও খুঁজে পাইনি। আপনারা যা বললেন পোস্ট করেছেন, এরপর আমি এর মানের উদাহরণটা বাংলা রাজনীতিতে খুঁজে পেলাম।“

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেন অধীর রঞ্জন চৌধুরীও । তিনি বলেন, “রাজনৈতিক ছোটোলোক বলে অভিধানে নতুন কোনও ভাষা লিখতে হবে।“