Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?

অবশেষে সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদের (East Bengal Football Club) কোচ হতে চলেছেন সার্জিও লোবেরা (Sergio Lobera)।

Spanish coach Sergio Lobera leading the East Bengal Football Club.

অবশেষে সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদের (East Bengal Football Club) কোচ হতে চলেছেন সার্জিও লোবেরা (Sergio Lobera)। আগামী দুই বছরের এই চুক্তি পত্র এখনও তার কাছে না পৌঁছলেও, গতকাল নাকি মৌখিকভাবে ইস্টবেঙ্গল ক্লাবে আসার ইচ্ছে প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ।

তাছাড়া বর্তমানে চিনের যে ক্লাবের হয়ে তিনি কোচিং করাচ্ছেন সেখান থেকে এনওসি পেতে ও নাকি খুব একটা সমস্যা তৈরি হবে না। যার ফলে, কোনও বড়সড় অঘটন না ঘটলে কলকাতায় আসা নিশ্চিত লোবেরার। এবার তার হাত ধরেই নিজেদের সাফল্যের সরণিতে ফিরতে চাইছে আপামর লাল-হলুদ জনতা।

উল্লেখ্য, গত বেশকিছু বছর ধরেই নিজেদের পুরোনো ছন্দে নেই লাল-হলুদ ব্রিগেড। আইলিগে খারাপ পারফরম্যান্স করার পর আইএসএলে এসে ও খুব একটা সুবিধে করতে পারেনি ইস্টবেঙ্গল। টানা তিন বছর লিগ টেবিলের তলানিতেই রয়েছে দল। সেইসাথে রয়েছে টানা আটবার ডার্বি হারার যন্ত্রনা। তবে শুধু আইএসএল নয় চলতি মরশুমের শুরুতে কলকাতা লিগে ও ধরাশায়ী হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। যা দেখে রীতিমতো হতাশ সমর্থকদের একটা বিরাট অংশ। মাঠে আসা ও বন্ধ করে দিয়েছে অনেকে।

এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লোবেরার কাছে। তবে শুধু ভালো কোচ নয়, মনের মতো খেলোয়াড়দের ও আনতে চান এই স্প্যানিশ কোচ। সেই চেষ্টাই চালাচ্ছেন ইমামি কর্তারা। এবারের আইএসএলে হতশ্রী পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আগামী মরশুমের জন্য যেনতেন ভাবে শক্তিশালী দল তৈরি করতে মরিয়া তারা। এক্ষেত্রে বাজেট যে বাঁধা হয়ে দাঁড়াবে না সেকথা ও উঠে এসেছে তাদের তরফে। তা আদৌ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।

তবে সাফল্যের দিক থেকে দেখতে গেলে আগামী মরশুমের কোচ হিসেবে লোবেরা, যথেষ্ট ভালো পছন্দ হতে পারে লাল-হলুদ শিবিরের জন্য। পূর্বে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি। এফসি গোয়া কে সুপার কাপ জেতানোর পাশাপাশি আইএসএলে রানার্স ও একবার সেমিফাইনালে তোলার নেপথ্যে ছিলেন লোবেরা। পরবর্তীতে তাকে কোচ করে আনে মুম্বাই সিটি এফসি। গোয়ায় সম্ভব না হলেও মুম্বাই সিটি কে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। তারপর চলে যান চিনের সিচুয়ানে। সেখানে ও নাকি যথেষ্ট প্রভাব রয়েছে এই কোচের। তবে ইস্টবেঙ্গলের মতো ভারতসেরা ক্লাব দায়িত্ব কিভাবে সামলান এখন সেটাই দেখার বিষয়।