বিদেশে যাচ্ছে ইস্টবেঙ্গল? জানুন সত্যিটা

দল গোছানোর পর শুরু হয়ে গিয়েছে অনুশীলন। প্রতিযোগিতায় দল নামিয়েছে ক্লাব। তাও ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে জল্পনার মেঘ কাটছে না। ইস্টবেঙ্গল মাঠ সমস্যায়…

East Bengal practice ground

দল গোছানোর পর শুরু হয়ে গিয়েছে অনুশীলন। প্রতিযোগিতায় দল নামিয়েছে ক্লাব। তাও ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে জল্পনার মেঘ কাটছে না। ইস্টবেঙ্গল মাঠ সমস্যায় রয়েছে, এমন কথা আগেও শোনা গিয়েছিল। নিজেদের শিবিরের মাঠের পরিবর্তে অন্য কোথাও দলের অনুশীলন হতে পারে বলে অনেকে মনে করছেন। গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে বিদেশ যেতে পারে ইমামি ইস্টবেঙ্গল।

লাল হলুদ ক্লাবের মাঠে অনুশীলন করছে ইমামি ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্টানটাইন অনুশীলন শুরু করার দিন কয়েক পরেই মাঠের অবস্থা বা দশা উঠে এসেছিল সামাজিক মাধ্যমে। মাঠের ছবি পোস্ট করে ইস্টবেঙ্গল সমর্থকরাই উদ্বেগ প্রকাশ করেছেন। অনুশীলন করতে গিয়ে ইতিমধ্যে চোট সমস্যায় পড়েছিল ইমামি ইস্টবেঙ্গল।

ক্লাব অন্য মাঠ খুঁজছে এ কথা আগেও শোনা গিয়েছিল। সাই এর মাঠ সহ একাধিক জায়গার নাম ভেসে বেরিয়েছিল ময়দানে। শেষ পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত হয়নি। কাদা মাঠেই অনুশীলন করাতে হচ্ছে ভারতের প্রাক্তন কোচকে। মাঠ বদল করার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানা যাচ্ছে। চেষ্টা করে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে বিদেশি যাওয়ার জল্পনা হয়তো সত্যি নয়। এখনও পর্যন্ত যা খবর তাতে বিদেশে যাচ্ছে না লাল হলুদ ব্রিগেড। অনুশীলন করার মাঠ যদি বদল করাও হয়, তাহলে সেটা বিদেশে হবে বলে ফুটবল মহলের অনেকেই মনে করছেন না।