History Repeats Itself: ওয়েম্বলিতে আলোকিত লিভারপুল, জয় দিলেন ডাইক

History Repeats Itself: ফিরে এলো ইতিহাস।  আরও একবার লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল। বছর কয়েক আগে এমনই এক ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট তথা লিভারপুল ও…

League Cup champions Liverpool once again.

History Repeats Itself: ফিরে এলো ইতিহাস।  আরও একবার লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল। বছর কয়েক আগে এমনই এক ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট তথা লিভারপুল ও চেলসি। সেবার অতিরিক্ত সময়ের পর শেষ হাসি হেসেছিল লিভারপুলের সমর্থকরা।‌ তখন থেকেই বদলার আগুন জ্বলতে শুরু করেছিল চেলসির অন্দরে। 

সময় বদলেছে, গত রবিবার ওয়েম্বলির বুকে কাপ ফাইনালে ফের মুখোমুখি হয়েছিল এই দুটি দল। পুরনো ছন্দ মিলিয়ে নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত ছিল খেলার ফলাফল। তাই অতিরিক্ত সময় গড়িয়েছিল এই ম্যাচ। কিন্তু আর বদলা নেওয়া হলো না পোচেটিনোর ছেলেদের। ক্লপের হাতে এবার ট্রফি তুলে দিলেন ভ্যান ডাইক।

   

বলা বাহুল্য, শুরু থেকেই যথেষ্ট উত্তেজনা পূর্ণ ছিল এই ম্যাচ। বিশেষ করে বদলার লড়াই ছিল স্টার্লিং- জ্যাকসনদের মধ্যে। সময় যত এগিয়েছে আক্রমণের ধার ততো বেড়েছে চেলসির ফুটবলারদের। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি কোনাতে-গাপকোরা। আক্রমণ প্রতিআক্রমণ সরগরম হয়ে উঠেছিল স্টেডিয়াম।

কিন্তু নির্ধারিত নব্বই মিনিটে গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে। অতিরিক্ত সময় গড়ায় এই ফাইনাল ম্যাচ। তার প্রথমার্ধেও ফলাফলের বদল হয়নি। কিন্তু ১১৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফুটবলারদের কার্যত বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন ডাচ ফুটবলার ভ্যান ডাইক। শেষ পর্যন্ত তার গোলেই আসে জয়।

বর্তমানে সেই নিয়েই মাতোয়ারা লিভারপুল সমর্থকরা। কয়েক বছর আগেও ঠিক এভাবেই জয় ছিনিয়ে নিয়েছিল দল। সেই রেকর্ড বজায় থাকল এবার। সেইসঙ্গে দলের একাধিক দাপুটে ফুটবলারদের ছাড়াই এই জয় আশায় আগামীতে অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে।