ISL: অন্য শহরে হতে চলেছে মোহন-ইস্ট ডার্বি, কোথায় জেনে নিন

গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দশম মরশুম। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ফুটবল মরশুমে বহু আলোচিত দুই দল তথা…

Durand

গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দশম মরশুম। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ফুটবল মরশুমে বহু আলোচিত দুই দল তথা কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। প্রত্যেকবার টুর্নামেন্টের শুরুতে ফাইনাল খেলা দুই দলকে দিয়ে প্রথম ম্যাচ খেলানো হলেও এবার বদলে গিয়েছে সেই নিয়ম।

আজ যুবভারতী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গতবারের আইএসএল জয়ী দল তথা মোহনবাগান। আজ পাঞ্জাব এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেরকম সমস্যা দেখা না দিলেও আইএসএলের ডার্বি নিয়ে দেখা দিয়েছে সমস্যা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৮ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলের।

   

কিন্তু সেই সময়েই বঙ্গে রয়েছে লক্ষ্মী পুজো। পাশাপাশি বিশ্বকাপের মতো ইভেন্ট থাকায় নিরাপত্তা যে পাওয়া সম্ভব নয় সেকথা পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই। যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কলকাতার বদলে কোথায় আয়োজিত হতে পারে এই ডার্বি ম্যাচ। সেই নিয়ে এবার উঠে আসল নয়া তথ্য।

যতদূর জানা গিয়েছে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেই হয়ত আয়োজিত হতে চলেছে এই কলকাতা ডার্বি। তবে এখানেই শেষ নয়। আগামী ২৩ অক্টোবর কলিঙ্গ স্টেডিয়ামেই এএফসি কাপের ম্যাচ খেলবে সবুজ- মেরুন ব্রিগেড। এছাড়াও সকলের নজরে রয়েছে ইস্টবেঙ্গল ও এফসি গোয়া ম্যাচ।

তবে এখনো পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তাছাড়া সব কিছুর দিকে নজর রেখেও এফএসডিএলের তরফ থেকে আইএসএলের সূচিতে কোনো রকমের বদল না আসায় অনেকেই মনে করছেন হয়ত ওডিশাতেই সরতে চলেছে আইএসএলের দুইটি ম্যাচ।