Hira Mondal: এই আইএসএলের ক্লাবে সই করলেন হীরা

ইদানিং একাধিক ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাবের সাথে জড়িয়েছিল হীরা মন্ডলের (Hira Mondal) নাম। তবে তিনি কোন ক্লাবে যোগদান করতে চলেছেন সেই বিষয় কোনও…

Hira Mondal

ইদানিং একাধিক ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাবের সাথে জড়িয়েছিল হীরা মন্ডলের (Hira Mondal) নাম। তবে তিনি কোন ক্লাবে যোগদান করতে চলেছেন সেই বিষয় কোনও পাকা খবর এখনও অবধি জানা যায়নি। অবশেষে এবিষয় বছরের প্রথম দিনেই দারুণ খবর এলো।

ইন্ডিয়ান সুপার লিগের নর্থইস্ট ইউনাইটেডে যোগ দিলেন হীরা মন্ডল। বেশ ভালো মানের বাঙালি ফুটবলার হীরা মন্ডল।ময়দানে তার খ‍্যাতি কতোটা,সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।২০১৯-২০২১ মরশুম জুড়ে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন হীরা।তার সুবাদে ইস্টবেঙ্গলে খেলার সুযোগ হয় তার।ইস্টবেঙ্গলের হয়ে ২০২১-২২ মরশুমে দারুণ খেলেছিলেন হীরা।খেলেছিলেন ১৬ টা ম‍্যাচ।এরপর ইস্টবেঙ্গল ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেন হীরা।

   

বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে খুব বেশি সময় গেমটাইম পাইনি হীরা।নিজেকে সেখানে ঠিকঠাক ভাবে জাহির করার সু্যোগ পাননি তিনি, সে কথা বলাই বাহুল্য।ডুরান্ড কাপে তাকে খেলতে নামালেও আইএসএলে তাকে খেলতে নামায়নি বেঙ্গালুরু এফসি।এরপর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

২৬ বছর বয়সী এই লেফটব‍্যাকের ফুটবলার । এর আগেও তাকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলো নর্থইস্ট ইউনাইটেড।দৌড়ে ছিলো চেন্নাইয়ান এফসি’ও।এমনকি হীরার পুনরায় ইস্টবেঙ্গলেও যোগদান করার কথা উঠেছিলো।এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হীরা সই করলেন নর্থইস্ট ইউনাইটেডে।

এইমুহুর্তে নর্থইস্টের আইএসএলে অবস্থা ভালো নয়।তাদের দলের যে বিস্তর বদলের প্রয়োজন আছে,সেই কথা বলাই বাহুল্য।এমন সময় হীরা মন্ডলের এই ক্লাবে যোগদান করাটা ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।