Safdar Hashmi: নাট্যশিল্পীদের উপর আজও চলছে আক্রমণ, মৃত্যু হয়েছিল বিখ্যাত অভিনেতার

সম্প্রতি নাট্যকর্মী অমিত সাহাকে মেরেধরে বন্ধ করে দেওয়া হয় নাট্যৎসব। ঘটনায় মুখ খুলেছেন একাধিক বিদ্বজ্জন। যার জেরে মুখ পুড়েছে শাসকদল তৃণমূলের। তবে আজকের দিনে ঘটেছিল…

Safdar Hashmi

সম্প্রতি নাট্যকর্মী অমিত সাহাকে মেরেধরে বন্ধ করে দেওয়া হয় নাট্যৎসব। ঘটনায় মুখ খুলেছেন একাধিক বিদ্বজ্জন। যার জেরে মুখ পুড়েছে শাসকদল তৃণমূলের। তবে আজকের দিনে ঘটেছিল এক ভয়ংকর ঘটনা। বিখ্যাত নাট্যকর্মীকে করা হয়েছিল হত্যা।

প্রখ্যাত নাট্যশিল্পী সফদার হাশমি (Safdar Hashmi) ১৯৮৯ সালের ১ জানুয়ারি গুণ্ডাবাহিনীর আক্রান্ত হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল গাজিয়াবাদের শাহিবাবাদ শিল্পাঞ্চলে “হল্লাবোল” নাটকের একাদশ প্রদর্শনী চলাকালে। গুরুতর জখম নিয়ে তিনি ২ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

মঞ্চ থেকে বেরিয়ে পথ নাটকের মাধ্যমে অন্য এক ঘরানায় অভিনয় শুরু করেছিলেন তিনি ৷ চেনা ঘরানার বাইরে বেরিয়ে নাটককে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ ঘেরা মঞ্চ নয়, তাঁর নাটকের প্রেক্ষাপট ছিল পথ-ঘাট ৷ নাটককে বাস্তব রূপ দিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন মার্কসীয় ভাবনার মানুষটি ৷ সফদার হাশমি ৷ আজ তাঁর জন্মদিন ৷

১৯৫৪ সালের ১২ এপ্রিল জন্ম প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সফদার হাশমির ৷ দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন ৷ এরপর ১৯৭৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ ৷ ছাত্রাবস্থা থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ৷ প্রথমে এসএফআই ও পরে সিটুর হয়ে কাজ করেছেন ৷প্রখ্যাত এই নাট্যব্যক্তিত্ব প্রেক্ষাগৃহে অভিনয়ের বিরোধী ছিলেন ৷ পথে-ঘাটে, খোলা ময়দানে করা নাটক অনেক বেশি মানুষের মনকে নাড়া দিতে পারে বলে বিশ্বাস করতেন তিনি ৷ সে জন্যই তিনি শুরু করেন পথনাটকের ঘরানা ৷ মানুষের কাছে খুব সহজেই নিজের বার্তা পৌঁছে দিতে সক্ষম হন তিনি ৷ তবে তাঁকে পড়তে হয় একদল মানুষের রক্তচক্ষুর নিশানায় ৷আরও পড়ুন: ইরফান খান ও ঋষি কাপুরকে কুর্নিশ জানাল বাফটা ১৯৮৯সালে ১ জানুয়ারি গাজ়িয়াবাদ পুরসভার ভোটে দিল্লির কাছেই শাহিবাদ এলাকায় হল্লাবোল পথনাটক করে সফদর হাশমির দল ৷

অভিযোগ, সেখানে তাঁর নাটককে ভণ্ডুল করতে পুলিশ নিয়ে সেখানে চড়াও হয় তত্কালীন ক্ষমতাসীন দল কংগ্রেসের একদল গুন্ডাবাহিনী ৷ সে দিন নাটক প্রকৃত অর্থে আন্দোলনের রূপ নিয়েছিল ৷ হামলায় গুরুতরভাবে জখম হন সফদর হাশমি ৷ রক্তস্নাত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ ২ জানুয়ারি মাত্র ৩৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিবাদী চরিত্র ৷তবে তিনি চলে গেলেও, তাঁর গণনাট্য আন্দোলনের ধারা থেমে থাকেনি ৷ বরং তা আরও দিকে দিকে ছড়িয়ে পড়েছে ৷ আজকের দিনেও তাঁর ঘরানা আন্দোলনের হাতিয়ার ৷