ISL Drama: ইন্ডিয়ান সুপার লীগের পরপর দুই ম্যাচে ৬টি করে গোল

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লীগ (ISL)। বিরতির পর ফিরে এসে মাঠে গোল উৎসব। পরপর দুটি ম্যাচে হল ছ’টি করে গোল। যার…

Bengaluru FC and Punjab FC

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লীগ (ISL)। বিরতির পর ফিরে এসে মাঠে গোল উৎসব। পরপর দুটি ম্যাচে হল ছ’টি করে গোল। যার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার একটি গোল বিশ্ব মানের।

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসি। প্রথমবার ইন্ডিয়ান সুপার লীগে অংশ নেওয়া পাঞ্জাব এফসি এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি। স্বাভাবিকভাবে এই ম্যাচ জয়ের ব্যাপারে ফেভারিট ছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। বাস্তব অন্যরকম। কোনরকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় ফুটবলের অন্যতম সফল দল। স্কোরলাইন ৩-৩।

   

প্রথমে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব এফসি। তারপর বেঙ্গালুরু এফসি সেই গোল শোধ করে ফিরে আসে ম্যাচে। স্কোরলাইন ১-১ হওয়ার পর হল আরও চারটি গোল, বিরতির আগে তিনটি। ম্যাচের কিছুটা সময় ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল পাঞ্জাব এফসি। শেষ পর্যন্ত ভঙ্গুর রক্ষণের কারণে ড্র করে মাঠ ছাড়ে দল। পাঞ্জাব এফসির হয়ে বিশ্ব মানের গোল করেছেন লুকা ম্যাজসেন।

বুধবারের ম্যাচেও ৬ গোল হয়েছিল। ইন্ডিয়ান সুপার লীগের দক্ষিণ ভারতীয় ডার্বিতে উত্তেজনার কোনো অভাব ছিল না। কোচির মাঠে কেরালা ব্লাস্টার্স বনাম চেন্নাইন ম্যাচের ফলাফল হয়েছিল ৩-৩।