Match-Fixing : ভারতীয় ফুটবলে ফের গড়াপেটার অভিযোগ

ভারতীয় ফুটবলে (Indian Football) ফের গড়াপেটার (Match-Fixing) অভিযোগ। এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট আই লীগে। একাধিক ফুটবলারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বলে খবর।…

National Games: Bengal defeated Gujarat in football

ভারতীয় ফুটবলে (Indian Football) ফের গড়াপেটার (Match-Fixing) অভিযোগ। এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট আই লীগে। একাধিক ফুটবলারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বলে খবর।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, একাধিক ফুটবলার গড়াপেটার অভিযোগ তুলেছেন। বিষয়টি সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার কানে তোলা হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যেমে উঠে এসেছে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বক্তব্য। অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, আই লীগে গড়াপেটার অভিযোগ তুলে ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন একাধিক ফুটবলার। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কোন কোন ফুটবলার বা ক্লাবের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে কল্যাণ চৌবের বক্তব্য, “আমরা একাধিক ফুটবলারের থেকে এই সম্পর্কিত তথ্য হাতে পেয়েছি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে।” ফেডারেশনের অবস্থান স্পষ্ট, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কোনো রকমের আপস করা হবে না। বরদাস্ত করা হবে না দুর্নীতি।

গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। আই লীগে আগেও গড়াপেটার অভিযোগ উঠেছিল। এবারের আই লীগে অংশ নিয়েছে তেরোটি ক্লাব। প্রতিযোগিতার ক্রম তালিকার শীর্ষে রয়েছে শ্রীনিদি ডেকান। খেতাব জয়ের অন্যতম দাবিদার মহামেডান স্পোর্টিং ক্লাব।