Mohun Bagan: নতুন মরশুমে কে নিতে পারেন বাগানের দায়িত্ব? নজরে এই হাইপ্রোফাইল

নতুন সিজনের শুরুটা যথেষ্ট ভাল ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। গতবারে ধারা বজায় রেখেই এ বছর চূড়ান্ত সাফল্য পেয়েছে দল। বহুদিন পর ময়দানে এসেছে…

Andre Villas-Boas

নতুন সিজনের শুরুটা যথেষ্ট ভাল ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। গতবারে ধারা বজায় রেখেই এ বছর চূড়ান্ত সাফল্য পেয়েছে দল। বহুদিন পর ময়দানে এসেছে ডুরান্ড কাপ। ফাইনালে তারা পরাজিত করেছে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। যা নিয়ে খুশির আমেজ ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। সেই ধারা বজায় রেখেই এ বছর আইএসএল মরশুম শুরু করেছিল মোহনবাগান। প্রথমদিকে একের পর এক ফুটবল দলকে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছিল দল। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। বিশেষ করে এএফসি কাপের গ্রুপ পর্বে ছিটকে যাওয়ার পর একেবারে হতশ্রী অবস্থা দেখা দিয়েছিল ময়দানের ফুটবল ক্লাবে। তারা পরাজিত হয়েছিল টুর্নামেন্টের একাধিক হেভিওয়েটের বিপক্ষে।

   

 আরও পড়ুন: Asian Cup: গোল দেওয়ার ব্যাপারে সুনীলের ধারেকাছে নেই অন্য কোনো স্ট্রাইকার

যা দেখে কার্যত ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। গ্যালারি থেকে উঠতে শুরু করেছিল গো ব্যাক স্লোগান। তাই সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতবারের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে ফেলে সবুজ- মেরুন শিবির। তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মোহনবাগানের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে।

উল্লেখ্য, মোহনবাগানের দায়িত্বে হাবাস নতুন নয়। পূর্বেও একাধিকবার দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তারপর দলকে চ্যাম্পিয়ন করেছেন বেশ কয়েকবার। বলতে গেলে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে সফলতম কোচ হলেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। তাই সব দিক বিচার বিবেচনা করেই চলতি মরশুমে তার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট।

যতদূর খবর, মোহনবাগান শিবিরে নতুন কোচ না আসা পর্যন্ত হাল সামলাবেন তিনি। কিন্তু নতুন মরশুমে কে পেতে পারে সবুজ-মেরুন শিবিরের দায়িত্ব? এক্ষেত্রে উঠে আসছে এক পর্তুগিজ হাইপ্রোফাইল কোচের নাম। তিনি হলেন আন্দ্রেভিলাস বোয়াস। বর্তমানে তিনি একজন ফ্রি কোচ হলেও পূর্বে একাধিক জনপ্রিয় ফুটবল ক্লাবের দায়িত্বে ছিলেন বোয়াস। যাদের মধ্যে রয়েছে এফসি পোর্তো থেকে শুরু করে ইন্টার মিলান, টটেনহ্যাম ও চেলসির মতো ফুটবল ক্লাব।

এছাড়াও মার্সিলিয়ারও দায়িত্ব সামলেছেন এই পর্তুগিজ কোচ। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আরো একবার নাকি এই কোচের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। উল্লেখ্য, বছর কয়েক আগেও এই হাই প্রোফাইলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে সেই সময় করোনার মতো পরিস্থিতি থাকায় শেষ পর্যন্ত ভারতে আসতে রাজি হননি বোয়াস। তবে এবার নাকি তাকে ভারতে আনতে যথেষ্ট আগ্রহী সবুজ মেরুন শিবির।