Maldives Controversy: চিন ঘুরে ভারত সফরে মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু?

ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক বিরোধ (Maldives Controversy) যখন তুঙ্গে, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর নয়াদিল্লি সফরের বিষয়টি আলোচিত হচ্ছে। তিনি আপাতত চিন সফরে আছেন। সেদেশের…

ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক বিরোধ (Maldives Controversy) যখন তুঙ্গে, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর নয়াদিল্লি সফরের বিষয়টি আলোচিত হচ্ছে। তিনি আপাতত চিন সফরে আছেন। সেদেশের পর্যটকদের নিজের দেশ মালদ্বীপে যেতে বলেছেন। আর ভারতে চলছে বয়কট মালদ্বীপ বিতর্ক। কারণ, ভারতের প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপে যাওয়ায় মালদ্বীপ সরকারের কয়েকজন মন্ত্রী কটাক্ষ করেন। এর জেরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক সংঘাত চলছে।

মালদ্বীপের এই অবস্থানে চিনের মদত আছে বলে মনে করা হচ্ছে। দেশটির সরকার চিন ঘনিষ্ঠ। আর চিন চায় মালদ্বীপে ঘাঁটি বানাতে। ভারতের অতি নিকটে মালদ্বীপে চিনের উপস্থিতি নিয়ে দিল্লির কূটনৈতিক মহল সরগরম। এই অবস্থায় মালদ্বীপ সরকারের মন্ত্রীদের তরফে আচমকা মোদীকে কটাক্ষ পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে।

   

ভারত-মালদ্বীপ কূটনৈতিক সংঘাত আবহে জানা গিয়েছে মালদ্বীপ সরকার নভেম্বর মাসে তাদের প্রেসিডেন্টকে দিল্লি সফরের প্রস্তাব দিয়েছিল। সেই সময়ে তিনি দ্বীপ দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান করেছিলেন। মালদ্বীপের নতুন সরকার মালেতে ভারতীয় হাইকমিশনকে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জু ভারত সফর করতে চান।

জানা গেছে, গত ১৭ নভেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক দিন পর মুইজ্জুর সফরের প্রস্তাব দেয় মালে। মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর পরেও এই প্রস্তাব এসেছিল। যদিও মুইজ্জুর সফরের প্রস্তাবটি মৌখিক ছিল। দুই দেশের আলোচনার সাপেক্ষে এই সফর হবে বলে জানানো হয়েছিল।

ভারত-মালদ্বীপ সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্যে পড়েছিল যখন মুইজ্জু, যিনি চিনপন্থী নেতা হিসাবে পরিচিত, রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পরে বলেছিলেন যে তিনি তার দেশ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার পর মুইজ্জু সরকারের তিন মন্ত্রী নয়া বিতর্ক তৈরী করে। মালদ্বীপের যুব মন্ত্রকের উপমন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদকে সাময়িক বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।

মন্ত্রীদের মন্তব্যে ভারতজুড়ে ওঠে নিন্দার ঝড়, অনেক তারকা মালদ্বীপ ভ্রমণের পরিবর্তে লাক্ষাদ্বীপ ভ্রমণের আহ্বান জানায়। বলিউড তারকা অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার এবং ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব জনগণকে ‘ভারতীয় দ্বীপপুঞ্জ’ এবং উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন।

মালদ্বীপের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, বিদেশি নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অবমাননাকর মন্তব্য’ সম্পর্কে সরকার অবগত এবং এটি ওই সমস্ত নেতাদের ব্যক্তিগত মতামত। সরকারের প্রতিনিধিত্ব করে না।

এই বিতর্কের পর বাতিল হয়েছে একাধিক ফ্লাইট টিকিট, হোটেল। মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট চিনের কাছে সাহায্য চেয়েছে। ফুজিয়ান প্রদেশে মালদ্বীপ বিজনেস ফোরামে দেওয়া এক ভাষণে তিনি চিনকে দ্বীপরাষ্ট্রের ‘নিকটতম’ বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তবে কি মালদ্বীপ ভেঙে দিল কয়েক দশকের ভারত বন্ধুত্ব। উঠছে প্রশ্ন।