Pritam Kotal: কবে বিয়ের পিঁড়িতে বসছেন সবুজ-মেরুন অধিনায়ক? জানুন বিস্তারিত

Pritam Kotal's Wedding

দিনকয়েক আগেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের হারিয়ে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। তারপর ট্রফি নিয়ে দলের সতীর্থরা যখন সেলিব্রেশন করতে ব্যস্ত ঠিক সেই সময় বান্ধবী সোনালের আঙুলে আংটি পড়িয়ে তাকে প্রপোজ করেন সবুজ-মেরুন অধিনায়ক। যা রীতিমতো নজর কাড়ে দলের সমর্থকদের। আর মাত্র কটা দিন তারপরেই সোনেলার সাথে বিবাহ বন্ধনে (Wedding) আবদ্ধ হচ্ছেন এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।

যতদূর জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসের ১৭ তারিখ বালির জেটিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুজনে। তার আগে গোয়ার মাঠেই এঙ্গেজমেন্ট সম্পন্ন হয় দুজনের। ফাইনালে জেতার পর, সতীর্থ ও সমর্থকদের আনন্দের মাঝেই আচমকা সোনেলার সামনে একটা ডায়মন্ড রিং হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন বাগান অধিনায়ক।

   

বিদেশি ফুটবলে এই দৃশ্য সাধারণ হলেও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটি একেবারেই নতুন। তারপরে জড়িয়ে ধরেন দুজন-দুজনকে। পরবর্তীতে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে সোনেলা বলেন, এটা আমার কাছে একেবারে সারপ্রাইজ ছিল। কখনো ভাবতেই পারিনি এরকম গিফট পাবো। অন্যদিকে প্রীতম জানান, তিনি আগে থেকেই নাকি সব পরিকল্পনা করে রেখেছিলেন। যে জিততে পারলে একেবারে মাঠেই প্রপোজ করবেন। যেমন পরিকল্পনা তেমন কাজ।

বলাবাহুল্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না এটিকে মোহনবাগানের। একটা সময় নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ও ক্ষীন হয়ে গিয়েছিল তাদের জন্য। তবে শেষ পর্যন্ত ঘুরে দাড়িয়েছে গোটা দল। কেরালা ম্যাচের পর থেকেই বদলাতে শুরু করেছিল সবুজ-মেরুনের ড্রেসিংরুমের চেহারা। ডার্বি জয়ের পর থেকে আর পিছনে ঘুরে তাকায়নি এটিকে মোহনবাগান কে। শেষ পর্যন্ত হায়দরাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসি কে ট্রাইবেকারে হারিয়ে কাপ নিশ্চিত করেছে দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন