East Bengal: লাল-হলুদের চাকরি ছেড়ে দেশীয় ফুটবলের বড় দায়িত্বে এই ইউরোপীয় তারকা

গত বছরের ব্যর্থতা ভুলে এবার নতুন করে দল সাজিয়ে ছিল লাল-হলুদ (East Bengal) শিবির। সকলেই ভরসা করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে।

Thorhallur Sigurðsson, former East Bengal coach, posing in front of a microphone and reporters

গত বছরের ব্যর্থতা ভুলে এবার নতুন করে দল সাজিয়ে ছিল লাল-হলুদ (East Bengal) শিবির। সকলেই ভরসা করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। সেইমতো সুদূর ইউরোপ থেকে নিজের সহকারী করে এনেছিলেন থোরহালুর সিগার্সনকে (Thórhallur Siggeirsson)। তবে দলের ব্যর্থতা বজায় থাকায় চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার দেশে ফিরেই আইসল্যান্ড ফুটবলের বড়সড় পদে আসীন হলেন এই সিগার্সন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

জানা গিয়েছে, নিজের দেশীয় ফুটবলের যুব দলের জন্য ফুটবলার বাছাই করার দায়িত্ব পেয়েছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন কোচ। উল্লেখ্য, গত বছর লাল-হলুদে আসার আগে থেকেই আইসল্যান্ড ফুটবলের একাধিক লিগে বেশ কয়েকটি দল কে কোচিং করিয়েছিলেন তিনি। গত ২০১৮ সালে থ্রোত্তুরে সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার পরের বছর সেই ক্লাবের অস্থায়ী ম্যানেজার হিসেবে ও চালিয়ে গিয়েছিলেন নিজের কাজ। এরপর সোজা ইস্টবেঙ্গল। আর সেখান থেকেই এখন দেশীয় ফুটবলে বড় দায়িত্বে আসীন এই থোরহালুর সিগার্সন।

   

এছাড়াও নরওয়ের স্টেজের নান এফসি ও ভালুরের মতো একাধিক জনপ্রিয় ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু তার ভারত অভিযান খুব একটা মধুর না হলেও আগামী দিনে নিজের দেশের হয়ে কতটা সফল থাকেন, সেটাই দেখার। অপরদিকে, আসন্ন সুপার কাপ পর্যন্ত হাতে সময়সীমা রয়েছে লাল-হলুদের বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের। তারপর ইস্টবেঙ্গল থেকে বিদায় নিতে পারেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।