East Bengal: লাল-হলুদ সমর্থকদের পাঠ পড়ালেন হেডস্যার স্টিফেন কনস্টাটাইন

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। টানা ৭ ডার্বি ম্যাচের রঙ এখন সবুজ…

Stephen Constantine explosive comments

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। টানা ৭ ডার্বি ম্যাচের রঙ এখন সবুজ মেরুন। হাইপ্রেসার এই গেম হারের জেরে ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে চারিদিকে গেল গেল রব তুলেছে লাল-হলুদ ভক্তরা।

এমন আবহে, আগামী শুক্রবার টাইটেলশিপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ইভান গঞ্জালেসরা। ডার্বি ম্যাচ হেরে গিয়ে,চারিদিক জুড়ে ‘গেল গেল রব’ ওঠার পরেও ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের ‘জেগে ঘুমোনোর’ ফুটবল কোচিং মানসিকতার কোনও পরিবর্তন ঘটেনি। পরিবর্তন ঘটেনি এটা বৃ্হস্পতিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কনস্টাটাইনের বক্তব্য থেকে পরিষ্কার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এদিন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে মহেশ, জর্ডন, হাওকিপদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইন লাল হলুদ সমর্থকদের পাঠ পড়াতে গিয়ে বলেন,”রোম একদিনে তৈরি হয়নি এবং একটি শীর্ষ দল একদিনে তৈরি হয়নি৷ আমরা প্রতি সপ্তাহে উন্নতি করছি৷ আমাদের এখন আমাদের প্রথমার্ধের পারফরম্যান্সকে দ্বিতীয়ার্ধে নিয়ে যেতে হবে, আশা করি, আমরা তা করতে পারব আগামীকাল রাতে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।” এফসি রোমার উদাহরণ টেনে লাল হলুদের বৃটিশ কোচ কনস্টাটাইন দলের হতশ্রী পারফরম্যান্সের ক্ষতে প্রলেপের চেষ্টা করে ভক্তদের সাত্ত্বনা দেওয়ার চেষ্টায় কসুর কম করলেন না।কিন্তু এতেও চিড়ে ভিজবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েই যাচ্ছে।

কেননা,ভারতীয় জাতীয় দলের কোচিং করানো আর ইস্টবেঙ্গল -মোহনবাগান ফুটবল দলে কোচিং করানো মোটেও এক নয়। এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে কোচিং সেশনে ‘পান থেকে চুন খসলেই’ ভক্তরা চাঁছাছোলা ভাষাতে কর্মকর্তা থেকে শুরু করে কোচ, খেলোয়াড় কাউকেই রেয়াৎ করে না এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে।

তাই এদিন চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন তার কোচিং পিরিয়ডে দলের শ্রীহীন পারফরম্যান্সকে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন আষ্টে গন্ধ ছড়িয়ে দূষণ ঘটতে বাধ্য।