East Bengal: পাঞ্জাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য লাল-হলুদের, আশাবাদী খাবরা

দিনকয়েক আগে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যারফলে, টানা দুই ম্যাচে জয় পাওয়ার রেকর্ড গড়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। সেইসাথে ইন্ডিয়ান সুপার…

Harmanjot Singh Khabra - Indian Footballer

দিনকয়েক আগে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যারফলে, টানা দুই ম্যাচে জয় পাওয়ার রেকর্ড গড়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। সেইসাথে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে তাদের। সেক্ষেত্রে এবার তাদের পরাজিত করতে হবে টুর্নামেন্টের নয়া দল পাঞ্জাব এফসিকে।

আগামী ১০ই এপ্রিল জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলতে হবে সৌভিকদের। এখন সেই দিকেই তাকিয়ে দলের সমর্থকরা। তবে এই ম্যাচ জয় পেলেও টুর্নামেন্টের বাকি দলগুলির দিকে ও নজর রাখতে হবে লাল-হলুদকে। তবে আসন্ন ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী হরমনজোত সিং খাবরা।

উল্লেখ্য, গত বেঙ্গালুরু ম্যাচে কার্ড দেখার দরুন পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না দলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল থেকে শুরু করে মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তী। এই দুই তারকার অনুপস্থিতি দলের পারফরম্যান্সের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু বলাই চলে। তবুও এসব নিয়ে এখন ভাবতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। এবার ও দলের তরুণ প্রতিভাদের উপরেই ভরসা করতে চলেছেন কোচ কার্লোস কুয়াদ্রাত।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের পুরোনো যোদ্ধা তথা হরমনজোত সিং খাবরা বলেন, খেলতে গিয়ে এরকম ঘটনা ঘটবে সেকথা কোচ ভালো মতোই জানেন। তাই ওই দুই ফুটবলাররা দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও বাকিরা সুযোগ পেলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।

এছাড়াও তিনি বলেন, দলের সকলেই একে অপরকে বিশ্বাস করে। দলের জার্সি পড়ে মাঠে নামার সুযোগ পেলে তারা নিজেদের উজাড় করে দিতে চায়। উল্লেখ্য, এবারের এই আইএসএল মরশুমে সায়ন ব্যানার্জী থেকে শুরু করে পিভি বিষ্ণু, আমন সিকে সহ অজয় ছেত্রীর মত জুনিয়র ফুটবলারদের প্রমোট করেছে দল। অধিকাংশ ক্ষেত্রেই নজর কেড়েছেন তাদের সকলে‌। তাই আসন্ন পাঞ্জাব ম্যাচের ক্ষেত্রে সিনিয়র ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সায়নরা।