Weather: মঙ্গল-বুধে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাইরে বেরনোর আগে সতর্ক থাকুন

সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা পাইনি শহরবাসী। কিন্তু মঙ্গল এবং বুধবার বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে…

thunder strom

সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও বৃষ্টির দেখা পাইনি শহরবাসী। কিন্তু মঙ্গল এবং বুধবার বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার অবধি। যদিও মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানা গিয়েছে।

দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। হতে পারে বজ্রপাতও। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকার সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়। তবে আজ থেকে গরম কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে।

   

কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গল এবং বুধবার বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকছে। এছাড়াও আবহওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে । ১০ এপ্রিল বুধবার এবং ১৩ই এপ্রিল শনিবার এই দুটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস থাকছে।