IPL: হার্দিককে গুজরাট টাইটানস ধরে রাখলেও শামির পরিণাম কী হল জেনে নিন

ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান হয়েছে রবিবার। প্রাক্তন চ্যাম্পিয়ন আইপিএল গুজরাট টাইটানস (Gujarat Titans) আইপিএলের (IPL) পরবর্তী মরসুমের আগে…

Hardik Pandya, Mohammed Shami

ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান হয়েছে রবিবার। প্রাক্তন চ্যাম্পিয়ন আইপিএল গুজরাট টাইটানস (Gujarat Titans) আইপিএলের (IPL) পরবর্তী মরসুমের আগে তাদের অধিনায়ক হার্দিককে ধরে রেখেছে। এর আগে দাবি করা হচ্ছিল, হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স তাদের দলে নিতে চলেছে।

রবিবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই খবরের জন্য যে হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স দল ট্রেড করবে বা ধরে রাখবে। এদিন বিকেল গুজরাট টাইটানস যখন রিটেনশন-রিলিজ হওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে, তখন হার্দিক সংক্রান্ত জল্পনার অবসান হয়। হার্দিকের অধিনায়কত্বে গুজরাট তাদের প্রথম আইপিএল মরসুমে শিরোপা জিতেছিল।

হার্দিক ছাড়াও মহম্মদ শামি, শুভমান গিল, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াতিয়া, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল ও মোহিত শর্মাকে দলে রেখেছে গুজরাট টাইটানস। এর আগে দাবি করা হয়েছিল, আইপিএল-২০২৪-এ গুজরাট টাইটানসের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ভারতের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। আসন্ন মরসুমে হার্দিক যে গুজরাটের অধিনায়কত্ব গ্রহণ করবেন তাও স্পষ্ট হয়েছে বলে অনেকে মনে করছেন। মুম্বই দলে গেলে রোহিত শর্মার নেতৃত্বে হয়তো খেলতে হতো তাকে। আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ আজ অর্থাৎ ২৬ নভেম্বর বন্ধ হয়ে গেছে।

গুজরাট টাইটানস যশ দয়াল, কেএস ভারত, শিবম মাভি, উরভিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওডিয়ান স্মিথ, আলজারি জোসেফ এবং দাসুন শানাকাকে রিলিজ করেছে।