বিশ্বজয়ী অস্ট্রেলিয়াকে আবার হারাল ভারত

সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে পরপর ম্যাচে হারল ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও পরাজিত অস্ট্রেলিয়া। ৪৪ রানের ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। রবিবার গ্রিনফিল্ড স্টেডিয়ামে…

India beat Australia

সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে পরপর ম্যাচে হারল ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও পরাজিত অস্ট্রেলিয়া। ৪৪ রানের ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া।

রবিবার গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট রান তোলে ভারত। ব্যাটিং লাইন আপের সংবদ্ধ খেলায় স্কোরবোর্ডে ২৩৪/৪ রান তোলে ভারত। এদিনও ম্যাচের লাইক লাইট রিঙ্কু সিংয়ের ওপর। মিডল অর্ডারে নেমে সেই চেনা বিস্ফোরক ফর্মে রিঙ্কু। অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে করলেন ছেলেখেলা। মাত্র ৯ বল খেলে করলেন অপরাজিত ৩১ রান। মারলেন চারটে চার, দুটো ছয়। স্ট্রাইক রেট ৩৪৪.৪৪।

রিঙ্কু ব্যাট করতে নামার আগে দলের প্রথম তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করে চাপ বাড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। রুতুরাজ গায়কয়াদ, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান খেলেছেন যথাক্রমে ৫৮, ৫৩ ও ৫২ রানের ইনিংস। বড় রান করতে ব্যর্থ চলতি সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (১৯ রান)।

গত ম্যাচে বল হাতে ভারত ভালো কিছু করে দেখাতে না পারলেও এই ম্যাচে নজর কাড়ল দলের নিখাদ টিম গেম। প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণই নিলেন তিনটি করে উইকেট। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মার্কস স্টয়নিস (৪৫ রান), টিম ডেভিড (৩৭ রান) ও অধিনায়ক ম্যাথু ওয়েড (অপরাজিত ৪২ রান) ভালো লড়াই করেছিলেন। তবে অস্ট্রেলিয়া ১৯১ রানের বেশি করতে পারেনি। ফলে ৪৪ রানে দ্বিতীয় ম্যাচ জিতে নিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রইল দল।