TMC: সিপিআইএমের মতো রাম মন্দির উদ্বোধনে যাবেন না মমতা

রাম এক দিকে আর বাম-তৃণমূল একদিকে! অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাবেন না তৃণমূল (TMC) নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের ভিত্তিতে এমনই সংবাদ…

Tmc-to-skip-ram-temple-inauguration-on-january-22

রাম এক দিকে আর বাম-তৃণমূল একদিকে! অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাবেন না তৃণমূল (TMC) নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের ভিত্তিতে এমনই সংবাদ দিল India Today ও জাতীয় সংবাদমাধ্যমগুলি।এতে বলা হয়েছে২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে , এই অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা কম তৃণমূল কংগ্রেসের। যদিও তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে দ্রুত জানানো হবে।

রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান এর আগে বাতিল করেছে সিপিআইএম। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বিজেপি রাম মন্দির ধর্মভিত্তিক রাজনীতি। জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতার অবস্থান, ধর্মীয় রাজনীতিকে ভিত্তি করে রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে। তাই তৃ়নমূল সেখানে সামিল হবে না। তবে সিপিআইএম মনে করে, মমতা নিজেই ধর্মীয় রাজনীতির সাথে জড়িত। তিনি সংঘ পরিবারের ঘনিষ্ঠ।

তৃণমূল কংগ্রেস মনে করে যে বিজেপি ২০২৪ সালের লোকসভা প্রচারের জন্য রাম মন্দির উদ্বোধনের সুবিধা নিতে চাইছে। রাম মন্দির ট্রাস্ট অনুষ্ঠানের জন্য সমস্ত মুখ্যমন্ত্রী এবং নেতৃস্থানীয় বিরোধী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে এই ভাবনার বিকাশ ঘটিয়েছে রাজনৈতিক দলগুলির মনে।

এর আগে, সিপিআইএমের এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে একটি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন “রাজনৈতিক লাভের জন্য ধর্মকে একটি হাতিয়ারে রূপান্তরিত না করা একটি ব্যক্তিগত পছন্দ”। এক্স -এ একটি পোস্টে, ইয়েচুরির দল একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রূপান্তরিত করার জন্য বিজেপি এবং আরএসএসের নিন্দা করেছেন৷

নবনির্মিত রাম মন্দির ২২ জানুয়ারী উদ্বোধন করা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৬০০০ জনেরও বেশি অতিথি। এই বিশাল অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং শিল্পপতি মুকেশ আম্বানি, রতন টাটা। এই তালিকা এখানেই শেষ হচ্ছে না। এ ছাড়াও নিমন্ত্রণ পেয়েছেন ফুটবলার বাইচুং ভুটিয়া, অলিম্পিয়ান মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু, পি গোপীচাঁদ, ক্রিকেটার রোহিত শর্মা, সুনীল গাভাস্কর, কপিল দেব, অনীল কুম্বলে, রাহুল দ্রাবিড়। প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আর্জি জানানো হচ্ছে বলে খবর।